সিআইডি’র ডিআইজি মোশাররফ হোসেন আর নেই : আইজিপি’র শোক-শ্রদ্ধা

প্রকাশিতঃ 8:03 pm | December 06, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
সিআইডির ডিআইজি মো. মোশাররফ হোসেন ভূঁঞা পিপিএম আর নেই। বৃহস্পতিবার (০৬ ডিসেম্বর) সকাল ৭ টা ৪০ মিনিটে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহে………..রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন এবং গুণগ্রাহী রেখে গেছেন। এদিন বাদ জোহর রাজারবাগ পুলিশ লাইন্সের এসআই শিরু মিয়া মিলনায়তনে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার), ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ, মরহুমের সহকর্মীবৃন্দ এবং আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।


জানাজা শেষে বাংলাদেশ পুলিশের পক্ষে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার), সিআইডির অতিরিক্ত আইজিপি শেখ হিমায়েত হোসেন, ‘ডিটেকটিভ’ এর প্রধান সম্পাদক মোঃ মোখলেসুর রহমান এবং ব্যবস্থাপনা সম্পাদক হাবিবুর রহমান, বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ আছাদুজ্জামান মিয়া ও সাধারণ সম্পাদক প্রলয় কুমার জোয়ারদার মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে মরহুমের মরদেহ তাঁর গ্রামের বাড়ি গাজীপুরে নেওয়া হয়েছে। সেখানে দ্বিতীয় জানাযা শেষে বাদ মাগরিব পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সিআইডির ডিআইজি মো. মোশাররফ হোসেন ভূঁঞা পিপিএম’র মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, বিপিএম (বার)। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এক নজরে মোশাররফ হোসেনের বর্ণাঢ্য ক্যারিয়ার :
মোশাররফ ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বিসিএস (পুলিশ) সার্ভিসে যোগদান করেন। তিনি দীর্ঘ কর্মজীবনে সাতক্ষীরা, খুলনা ও মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।

ডিআইজি হিসেবে তিনি বরিশাল ও সিলেট রেঞ্জ, স্পেশাল ব্রা ও সিটি এসবি’তে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব¡ পালন করেন।

তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও তার কর্মদক্ষতার উজ্জ্বল স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছেন। তিনি গাজীপুর জেলার সদর উপজেলার বড়দল গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬০ সালে জন্মগ্রহণ করেন।

সাহিত্যানুরাগী মোশাররফ অর্ধযুগেরও বেশি সময় ধরে বাংলাদেশ পুলিশের প্রকাশনা ‘ডিটেকটিভ’ পত্রিকার সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন। বাংলা সাহিত্যে রয়েছে তাঁর অনন্য অবদান। তাঁর প্রকাশিত ৪০টি গ্রন্থের মধ্যে ২৫টি কাব্যগ্রন্থ, ৩টি উপন্যাস, ৯টি শিশুতোষ গ্রন্থ ও ৩টি গবেষণাধর্মী গ্রন্থ রয়েছে।

কালের আলো/এমএইচ/এএ