ডিএসসিএসসি’র প্রতি প্রধানমন্ত্রীর গভীর মনোযোগে ‌’ঋণী’ কমান্ড্যান্ট

প্রকাশিতঃ 11:29 pm | December 13, 2022

ডিএসসিএসসি'র প্রতি প্রধানমন্ত্রীর গভীর মনোযোগে 'ঋণী' কমান্ড্যান্ট

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

মিরপুর সেনানিবাসের ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) শেখ হাসিনা কমপ্লেক্সে ‘ডিএসসিএসসি কোর্স ২০২২’ এর গ্র্যাজুয়েশন সিরিমনি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান। তিনি প্রধানমন্ত্রীকে কলেজের উন্নয়নে অনবদ্য সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদানের জন্য কলেজের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী ডিএসসিএসসি’র প্রতি আপনার বিশেষ মনোযোগের জন্য আমরা আপনার কাছে অনেক ঋণী।’

কমান্ড্যান্ট মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান কোর্স অংশগ্রহণকারীদের জন্য অনেক উচ্চমানের প্রশিক্ষণ নিশ্চিত, স্বাধীনতা ও আধুনিক সুযোগ-সুবিধা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘ডিএসসিএসসি’র শেখ হাসিনা কমপ্লেক্স আমাদের প্রধান একাডেমিক কমপ্লেক্স, দশতলা অফিসার্স মেস কমপ্লেক্স এবং বাসস্থানের ঘাটতি মেটাতে এবং আমাদের প্রশিক্ষণের মানকে সহজ করার জন্য একটি অত্যাধুনিক বহুতল ভবনের ব্যবস্থা করার জন্যও মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার কাছে ঋণী।’

ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট মেজর জেনারেল ইবনে ফজল সায়েখুজ্জামান নিজের বক্তব্যের শুরুতেই মহান স্বাধীনতার ৫১ তম বছর পূর্তির দ্বারপ্রান্তে মহান জাতির পিতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহিয়সী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও ১৫ আগস্টের কালো রাতে শহীদ সদস্যদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি জানান, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের পাঠ্যক্রমে ১৫ টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। জাতীয় নিরাপত্তা, শান্তি ও সংঘাত, কৌশলগত অধ্যয়ন, নেতৃত্ব ব্যবস্থাপনা, প্রতিরক্ষা ব্যবস্থাপনা, যোগাযোগ ও তথ্য ব্যবস্থাপনা, যুদ্ধের তত্ত্ব ও ধারণা ইত্যাদি। কোর্স অংশগ্রহণকারীদের বিষয়গুলো শেখানোর সময় আমরা আমাদের জাতীয় প্রতিরক্ষা নীতি ২০১৮’কে নিবিড়ভাবে ফোকাস করি। একই সঙ্গে একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলায় ‘আন্তঃসেবা সমন্বয়’ এবং ‘যুদ্ধের ভবিষ্যৎ প্রবণতা’র বিষয়েও কোর্স অংশগ্রহণকারীরা জানার সুযোগ লাভ করেন।

‘ডিএসসিএসসি কোর্স ২০২২’ এর গ্র্যাজুয়েশন সিরিমনিতে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রথাগত ও অপ্রথাগত হুমকি মোকাবিলার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে বলেন, ‘জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে ট্র্যাডিশনাল সিকিউরিটি থ্রেটের পাশাপাশি নন-ট্র্যাডিশনাল সিকিউরিটি থ্রেটসমূহ প্রতিহত করাও সমান গুরুত্বপূর্ণ।’

অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি, সেনাপ্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আবদুল হান্নান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) লেফটেন্যান্ট জেনারেল সাইফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে