দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
প্রকাশিতঃ 2:01 pm | December 07, 2018
কালের আলো, নরসিংদী:
নরসিংদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
শুক্রবার শিবপুরের সৈয়দনগরে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) অর্জুন দাস। তিনি বলেন, বেলা ১১টার দিকে ঢাকা থেকে মনোহরদীগামী রয়েল পরিবহন ও মনোহরদী থেকে নরসিংদীগামী লোকাল বাসের মুখোমুখি সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।
এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। আহতদের উদ্ধার করে নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কালের আলো/ওএম/এমএইচএ