জাতীয় স্মৃতিসৌধে গবিসাসের শ্রদ্ধা

প্রকাশিতঃ 5:22 pm | December 16, 2022

গবি প্রতিবেদক, কালের আলো:

মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছে বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকদের সংগঠন গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গবিসাস)।

শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ১১টায় গবিসাসের সভাপতি মো. রাকিবুল হাসান এবং সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণের পর একাত্তরের মহান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করেন গবিসাস সদস্যরা।

এ সময় গবিসাসের উপদেষ্টা রিফাত মেহেদী এবং মো. রাকিবুল ইসলাম অয়নসহ কমিটির অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

গণ বিশ্ববিদ্যালয়ে সংগঠনটি প্রতিষ্ঠিত হয় ২০১৩ সালে। প্রতিষ্ঠার সূচনালগ্ন থেকে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।

কালের আলো/এসবি/এমএম