প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা

প্রকাশিতঃ 9:57 pm | December 18, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা। ম্যাচের ২৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। ডি মারিয়াকে বক্সের ভেতরে ফাউল করেন ডেম্বেলে। গোল করতে ভুল করেননি মেসি। কাতার বিশ্বকাপে এটি তার ষষ্ঠ গোল। ম্যাচের ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডি মারিয়া।

ম্যাচের শুরুতে আক্রমণে জোর দেয় আর্জেন্টিনা। প্রথম দিকে রক্ষণ সামলাতেই বেশি ব্যস্ত থাকে ফ্রান্স। ৫ মিনিটে ম্যাচের প্রথম শট ম্যাকঅ্যালিস্টারে। শট যায় সরাসরি ফরাসি গোলকিপারের হাতে।

১৯৮৬ বিশ্বকাপ ফাইনালের পর এই প্রথম বিশ্বকাপের ফাইনালে গোল পেল আর্জেন্টিনা। মেসিও পেয়ে যান তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটা।

কালের আলো/এসবি/এমএম