প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট

প্রকাশিতঃ 9:43 pm | December 21, 2022

ডেস্ক রিপোর্ট, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে এক টুইট বার্তায় ধন্যবাদ জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে স্প্যানিশ ভাষায় ফার্নান্দেজ লিখেছেন, ধন্যবাদ শেখ হাসিনা এবং পুরো বাংলাদেশের জনগণকে।

টুইট বার্তায় অ্যাঞ্জেল ফার্নান্দেজ লেখেন, ‘ধন্যবাদ শেখ হাসিনা এবং সমগ্র বাংলাদেশের মানুষকে। গত কয়েক সপ্তাহে যে মিলন আর পারস্পরিক স্নেহ দেখলাম তা ব্যাখ্যা করার মতো না, আজ এখানে দুটি পতাকাও জ্বলছে। চলো এই বন্ধনকে গভীর করি।’ এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো অভিনন্দন বার্তাটিও শেয়ার করেন।

এর আগে সোমবার (১৯ ডিসেম্বর) প্রধানমন্ত্রী আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে এক চিঠিতে আর্জেন্টিনার প্রেসিডেন্টকে এবং দেশটির জনগণকে শুভেচ্ছা জানান। বঙ্গবন্ধুকন‌্যার চি‌ঠির জবা‌বে তিনি এ ধন্যবাদজ্ঞাপন করেন।

কালের আলো/আরএসবি/এমএম