শেষ দিনের শুনানিতে বৈধ-অবৈধ যারা

প্রকাশিতঃ 12:59 pm | December 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র বাতিল হওয়ার বিরুদ্ধে প্রার্থীদের করা তিনদিনের আপিলের শুনানি ও নিষ্পত্তি আজ শেষ দিনের মতো শুরু হয়েছে।শনিবার সকাল ১০টার কিছু পরে আগারগাঁও নির্বাচন ভবনে ১১ তলায় এ লক্ষ্যে গঠিত এজলাসে আপিল আবেদনের শুনানি শুরু হয়।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার নেতৃত্বে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম ও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী এ আপিল শুনানি করছেন। ইসি সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ বিচারকদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।

মনোনয়নপত্র ফিরে পেয়েছেন তারা হলেন- নঈম জাহাঙ্গীর (জামালপুর-৩), আব্দুল কাঈয়ুম খান (নেত্রকোনা-১), এ কে এম লুৎফর রহমান (ময়মনসিংহ-১), চৌধুরী মোহাম্মদ ইসহাক (ময়মনসিংহ-৬), জেড খান মোহাম্মদ রিয়াজ উদ্দিন (চাঁদপুর-৪), মো. মহিউদ্দিন মোল্লা (ব্রাহ্মণবাড়িয়া-২), মো. নাসির উদ্দিন (চট্টগ্রাম-৫), মামা চিং (বান্দরবান), সৈয়দ মাহামুদুল হক (ব্রাহ্মণবাড়িয়া-৩), এম মোরশেদ খান (চট্টগ্রাম-৮), মো. আবু বকর সিদ্দিক (রাজশাহী-৫)।

আপিল করে মনোনয়ন ফিরে পেয়েছেন- মো. আবু সহিদ চাঁদ (রাজশাহী-৬), আলেয়া বেগম (জয়পুরহাট-১), মো. মজিবুর রহমান (রাজশাহী-১), মো. ইবাদুল খালাসী (যশোর-৫), মো. তছির উদ্দিন (কুষ্টিয়া-৪), আবু তালেব সেলিম (ঝিনাইদহ-২), মো. সাজেদুর রহমান (যশোর-১), লিটন মোল্লাহ (যশোর-৪), রবিউল ইসলাম (যশোর-৫), মোছা. মেরিনা আক্তার (চুয়াডাঙ্গা-১)।

এ ছাড়া আজ আপিলে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, ব্যারিস্টার নাজমুল হুদা, ঢাকা-৮ আসনে মির্জা আব্বাসসহ বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে।

আপিল শুনানিতে শেষ দিনে অবৈধ যারা- নেত্রকোনা-১ মো. এরশাদুর রহমান, ময়মনসিংহ-৪ কামরুল ইসলাম মো. ওয়ালিদ, ময়মনসিংহ-৯ আলমগীর কবির, ময়মনসিংহ-৭ এম. এ. রাজ্জাক, নেত্রকোনা- মো. জাকির হোসেন, নেত্রকোনা- ৪ শফি আহমেদ, জামালপুর-৩ মো. মাসুম বিল্লাহ্, ময়মনসিংহ-১১ এস এম আসরাফুল হক, ময়মনসিংহ-৩ মো. সামিউল আলম, কুমিল্লা-৩ আহসানুল আলম কিশোর, কুমিল্লা-১০ মো. রুহুল আমিন চৌধুরী, চট্টগ্রাম-৫ মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, চট্টগ্রাম-১১ মাওলানা আবু সাইদ, ফেনী-৩ আনোয়ারুল কবির, নোয়াখালী-৩ আফতাব উদ্দিন এবং ব্রাক্ষ্মণবাড়িয়া-৩ জামাল রানা।

বৃহস্পতিবার থেকে এই আপিল শুনানি শুরু হয়। এর মধ্যে প্রথম দিন ১৬০টি আবেদনের ওপর শুনানি করে ৮০ জনের প্রার্থিতাকে বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। আর গতকাল শুক্রবার ১৫০টি আবেদনের ওপর শুনানি হয়। এর মধ্যে ৭৮ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন। পাশাপাশি এদিন ৬৫ জনের প্রার্থিতা বাতিল এবং সাতজনের ব্যাপারে সিদ্ধান্ত স্থগিত রাখে নির্বাচন কমিশন। দুদিনে মোট ১৫৮ জন তাদের মনোনয়ন ফিরে পান। এতে ভোটের মাঠে তাদের লড়াইয়ের আর কোনো প্রতিবন্ধকতা থাকল না।

মনোনয়নপত্র বাছাইকালে দুই হাজার ২৭৯টি মনোনয়নপত্র বৈধ ও ৭৮৬টি অবৈধ বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তারা। এগুলোর মধ্যে বিএনপির ১৪১টি, আওয়ামী লীগের তিনটি এবং জাতীয় পার্টির ৩৮টি মনোনয়নপত্র রয়েছে। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে ৩৮৪টি। এর মধ্যে আপিলের আবেদন এসেছে ৫৪৩টি।

৩৯টি দল ও স্বতন্ত্র প্রার্থী মিলে এবার ৩০০ সংসদীয় আসনে তিন হাজার ৬৫টি মনোনয়নপত্র জমা দেয়। এর মধ্যে দলীয় মনোনয়নপত্র জমা পড়ে মোট দুই হাজার ৫৬৭টি, আর স্বতন্ত্র ছিল ৪৯৮টি।

আগামী ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ ডিসেম্বর।

আপিল শুনানি এখনও চলছে…