ঐক্যফ্রন্টের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ হতে পারে বিকালে

প্রকাশিতঃ 2:29 pm | December 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আসন ভাগাভাগি নিয়ে চূড়ান্ত আলোচনা করতে বিকেলে বসছে জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটি। বৈঠকের পরপরই ঘোষণা হতে পারে চূড়ান্ত প্রার্থী তালিকা।

আজ (শনিবার) বিকেল সাড়ে ৩টায় জাতীয় ঐক্যফ্রন্টের পুরানা পল্টনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে সংবাদ সম্মেলন করে প্রার্থী তালিকা চূড়ান্ত করার বিষয়ে বিস্তারিত জানানো হবে।

জাতীয় ঐক্যফ্রন্টের মিডিয়া কোঅর্ডিনেটর লতিফুল বারী হামিম জাগো নিউজকে বলেন, বিকেলে সমন্বয় কমিটির বৈঠক রয়েছে। আসন ভাগাভাগি নিয়ে আলোচনা এখনও চলছে। আজকের মধ্যেই প্রার্থী ঘোষণা হতে পারে।

জাতীয় ঐক্যফ্রন্টের সমন্বয় কমিটির সমন্বয়কারী বরকত উল্লাহ বুলুর সভাপতিত্বে বৈঠকটিতে সমন্বয় কমিটির আব্দুস সালাম, হাবিবুর রহমান হাবিব, এটিএম গোলাম মাওলা, শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, মোশতাক আহমেদ, শহীদুল্লাহ কায়সার, হাবিবুর রহমান, মমিনুল ইসলাম, মো. জানে আলমসহ মোট ১৬ জন সদস্যের অংশগ্রহণ করার কথা রয়েছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে ইতোমধ্যে ২০৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি। বাকি আসনগুলো তারা ২০ দল ও জাতীয় ঐক্যফন্টের জন্য বরাদ্দ রেখেছে।

কালের আলো/এনপি/এমএইচএ