টাকা দিয়ে মনোনয়ন না পেয়ে বিএনপি অফিসে হামলা : কাদের

প্রকাশিতঃ 2:45 pm | December 08, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

টাকা দিয়ে যারা মনোনয়ন পায়নি তারাই বিএনপি অফিসে হামলা করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার দুপুরে নোয়াখালীতে তার নির্বাচনী এলাকায় কাদের এ কথা বলেন। এ সময় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন নিয়ে তিনি বিভিন্ন এলাকায় যান।

ওবায়দুল কাদের বলেন, ‘এই জগাখিচুড়ি ঐক্যের যে পরিণতি সেই পরিণতি এখন তারা পদে পদে অনুভব করছে। তাদের সেক্রেটারি জেনারেলের অফিসে গিয়ে মনোনয়নবঞ্চিতরা হমলা চলাচ্ছে। যাদের কাছ থেকে তারা টাকা নিয়েছে, মনোনয়ন পায়নি তারা হামলা চালাচ্ছে।’

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কোনো দ্বন্দ্ব নেই বলেও দাবি করেন দলের সাধারণ সম্পাদক।

কালের আলো/এপি/এমএইচএ