ডেঙ্গু আক্রান্ত আরও ৬৭ জন হাসপাতালে ভর্তি

প্রকাশিতঃ 5:32 pm | December 28, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় কারও মৃত্যু না হলেও ৬৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার (২৮ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ৩৬ জন ঢাকায় এবং ৩১ জন ঢাকার বাইরের। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৩৬০ জন চিকিৎসা নিচ্ছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬২ হাজার ২৫৬ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬১ হাজার ৬১৫ জন। মারা গেছেন ২৮১ জন।

উল্লেখ্য, ২০২১ সালে সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৪২৯ জন। এরমধ্যে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

কালের আলো/এমএইচ/এসবি