ফুটবল এবং পেলে চিরদিনই সমার্থক : সাকিব

প্রকাশিতঃ 2:17 pm | December 30, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ফুটবলের মহাতারকা পেলে। বৃহস্পতিবার ব্রাজিলের সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালে মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২।

পেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্ব ক্রীড়াঙ্গনের তারকারা। মহারাজার মৃত্যুর খবরে এক বার্তায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন টাইগারদের টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড পেজে পেলের ছবি শেয়ার করে এই শ্রদ্ধা জানান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিব লিখেছেনে, তিনি তার প্রতিভা দিয়ে প্রজন্মের পর প্রজন্মকে মুগ্ধ করেছেন এবং ফুটবলকে একটি বিশ্বব্যাপী উৎসবে পরিণত করেছেন। ফুটবল এবং পেলে চিরদিনই সমার্থক হয়ে থাকবে। চিরনিদ্রায় শান্তিতে থাকুন, কিংবদন্তি।

এদিকে ফুটবলের মহারাজার মৃত্যুর খবরে হৃদয়ছোঁয়া বার্তায় তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, ক্রিশ্চিয়ানো রোনালদো, লিওনেল মেসি, এমবাপ্পেরা।

শোক জানিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, পিএসজিসহ বিভিন্ন ক্লাব ও ফিফা।

কালের আলো/এমএইচ/এসবি