টেকনাফে ১ কেজি ৬৫ গ্রাম আইস ও ১০ হাজার ইয়াবা জব্দ

প্রকাশিতঃ 3:14 pm | January 02, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

কক্সবাজারের টেকনাফ এলাকায় এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (০২ জানুয়ারি) সকালে বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার ভোর চারটার দিকে বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন সীমান্ত এলাকায় অভিযান চালায়। অভিযানে এক কেজি ৬৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দ মাদকের দাম পাঁচ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা।

লেঃ কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, পরবর্তীতে সেখানে অভিযান পরিচালনা করা হলেও কোন চোরাকারবারী কিংবা তার সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। এছাড়া সেখানে অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি ফলে চোরাকারবারীকে সনাক্ত করাও সম্ভব হয়নি।

তবে চোরাকারবারীকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

কালের আলো/বিএস/এনএল