ত্রিশালে নকল স্বর্ণের বারসহ আটক ৩

প্রকাশিতঃ 4:18 pm | January 02, 2023

কালের আলো প্রতিবেদক:

ময়মনসিংহের ত্রিশালে তিনটি নকল স্বর্ণের বারসহ তিন প্রতারককে আটক করেছে র ্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৪)।

আটকরা হলেন- মো. হোসেন আলী (৬৫), রুবেল মিয়া (৩৮) ও আলম মিয়া (৩৫)। এ সময় তাদের কাছ থেকে তিনটি নকল স্বর্ণের বার ও একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি উদ্ধার করা হয়।

সোমবার (০২ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন।

এর আগে রবিবার (০১ জানুয়ারি) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ত্রিশালের চকরামপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

র‌্যাব জানায়, অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় তারা দীর্ঘদিন ধরে ময়মনসিংহসহ বিভিন্ন এলাকায় নকল স্বর্ণের বারের ব্যবসা করে বিভিন্ন লোককে প্রতারণা করে আসছে। অভিযুক্তদের বিরুদ্ধে ত্রিশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।

কালের আলো/এসবি/এমএম