ম্যারাডোনার হাত থেকে বিশ্বকাপটা নেওয়ার ইচ্ছে ছিল : লিও মেসি
প্রকাশিতঃ 11:18 am | January 31, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
কাতার বিশ্বকাপের জেতানোর মিশনে নেতৃত্ব দিয়েছেন ফুটবলের বিষ্ময় লিওনেল মেসি। ফ্রান্সকে হারিয়ে কাতার বিশ্বকাপ জিতে নিজেকে সম্পূর্ণ করেন তিনি। সেই স্মৃতি এখনও তাজা রয়েছে মেসির কাছে। তবে তার আফসোস, বিশ্বকাপটা ফুটবলের সর্বকালের সেরা খেলোয়াড়দের অন্যতম দিয়েগো ম্যারাডোনার হাত থেকে নিতে পারেননি।
বিশ্বকাপ জেতার পর প্রথম সাক্ষাৎকারে আর্জেন্টাইন রেডিও উর্বানা প্লেই-কে বলেন, ম্যারাডোনার হাত থেকে বিশ্বকাপটা নেওয়ার ইচ্ছে ছিল।
তিনি বলেন, দিয়েগো সেদিন থাকলে আমার কাপটা তিনিই দিতেন, ওই ছবিটা কত দারুণই না হতো!
সাক্ষাৎকারে ফাইনালের আগের রাতের কথা স্মরণ করে মেসি বলেন, ঘুমটা ভাল হয়েছে, তেমন দুশ্চিন্তা ছিল না। এটাই বারবার মনে হচ্ছিল যে, বিশ্বকাপটা জেতার জন্য যতটা সম্ভব সব চেষ্টাই করেছি।
কালের আলো/এমএইচ/এসবি