অফিসিয়ালি দেশে আসছে ফাস্টট্র্যাকের স্মার্ট অডিও

প্রকাশিতঃ 5:19 pm | January 31, 2023

কালের আলো ডেস্ক

জনপ্রিয় ফ্যাশন এক্সেসরিজ তথা ঘড়ি, জুয়েলারি, চশমা নির্মাতা প্রতিষ্ঠান টাইটানের লাইফস্টাইল ব্র্যান্ড ফাস্টট্র্যাক এবার অফিসিয়ালি বাংলাদেশে আসছে। নিয়ে আসছে ফাস্টট্র্যাক অডিও প্রোডাক্ট। দেশের প্রযুক্তি বাজারে এমন গুঞ্জন চাউর হয়েছে কিছুদিন হলো। বাংলাদেশে ইতিমধ্যে ফাস্টট্র্যাকের বিভিন্ন ধরণের যেমন ঘড়ি, স্মার্ট ঘড়ি, সানগ্লাস ইত্যাদি পণ্য পাওয়া যায়, এবার বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে ফাস্টট্র্যাকের স্মার্ট অডিও প্রোডাক্ট।

মূলত ঘড়ি দিয়ে সবাই টাইটানকে চিনলেও প্রতিষ্ঠানটি তাদের পণ্যের পরিসর বাড়াচ্ছে। এ ধারাবাহিকতায় স্মার্ট ব্যান্ড এবং অডিও জগতের (ওয়্যারলেস অডিও-ওয়্যারলেস হেডফোন, ট্রু-ওয়্যারলেস ইয়ারবাডস, নেকব্যান্ড) আনুষঙ্গিক যন্ত্রের বাজারেও প্রবেশ করেছে তারা। সম্প্রতি তরুণদের জন্য বেশ কিছু নতুন পণ্য বাজারে এনেছে ফাস্টট্র্যাক।

মূলত তরুণ প্রজন্মের ব্র্যান্ড হিসাবে ফাস্টট্র্যাক গত কয়েক দশক ধরেই একটা জনপ্রিয় ব্র্যান্ড হিসাবেই জায়গা করে নিয়েছে, ভারতের বাজারে ব্যাপকভাবে সাড়া জাগানো অডিও প্রোডাক্ট’র মধ্যে রয়েছে রিফ্লেক্স এয়ার বাড্স, রিফ্লেক্স ব্লুএটুথ এয়ারফোন, রিফ্লেক্স ওভার দ্য এয়ার হেডফোন, গেমিং হেডফোন ইত্যাদি। বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো অফিসিয়ালি আসছে এই সব স্মার্ট অডিও প্রোডাক্ট।

কালের আলো/এসবি/এমএম