ঢাকা চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আগুন
প্রকাশিতঃ 2:18 pm | February 07, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের মালখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ২৫ মিনিটের দিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।
ফায়ার সার্ভিস অধিদফতরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন জানান, ঢাকা মহানগর আদালতের একটি ভবনের দোতলায় অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া গেছে। সদরঘাট ফায়ার স্টেশন থেকে সেখানে দুটি ইউনিট পৌঁছেছে। প্রচণ্ড ধোঁয়া হয়েছে। কাজ করতে সমস্যা হচ্ছে। আরও কয়েকটি ইউনিট সেখানে পাঠানো হচ্ছে।
আদালতের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের ডিসি আনিসুর রহমান এনটিভি অনলাইনকে বলেন, ‘আমরা ফায়ার সার্ভিসকে খবর দিয়েছি। তারা শিগগিরই পৌঁছাবে। সাধারণ জনতা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করছে।
কালের আলো/এসবি/এমএম