ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় কমলাপুরে এক মিনিট নিরবতা

প্রকাশিতঃ 8:30 pm | February 07, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ঘটনায় বাড়ছে লাশের সারি। কান্নার শব্দে ভারী হচ্ছে চারপাশ। স্মরণকালের অন্যতম এ প্রাকৃতিক দুর্যোগে এরই মধ্যে মৃত্যু ছাড়িয়ে পাঁচ হাজারেরও বেশি।

ভূমিকম্পের ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানানো হয়েছে বাংলাদেশে চলমান সাফ অ-২০ টুর্নামেন্টে। মঙ্গলবার সাফের দুটি ম্যাচ ছিল৷ সেই দুই ম্যাচ শুরুর আগে এক মিনিট করে নিরবতা পালন করা হয়েছে। কিক অফ সার্কেলে দুই দলের খেলোয়াড়েরা দুই পাশে গোল হয়ে এক মিনিট দাঁড়িয়ে ছিলেন।

কমলাপুর স্টেডিয়ামের স্কোরবোর্ডের পর্দায় ‘মোমেন্ট অফ সাইলেন্স’ ভেসে উঠে। গ্যালারিতে থাকা দর্শকরাও এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জানান৷

কালের আলো/এমএইচ/এসবি