চ্যাটজিপিটি পৃথিবী বদলে দেবে: বিল গেটস
প্রকাশিতঃ 7:02 pm | February 10, 2023
টেক ডেস্ক, কালের আলো:
চ্যাটজিপিটি পৃথিবী বদলে দেবে এবং তা আমাদের অফিসের কাজকে আরও সহজতর করবে বলে মন্তব্য করেছেন মাইক্রোসফটের কর্ণধর বিল গেটস। তিনি বলেন, চ্যাটজিপিটি ইন্টারনেট আবিষ্কারের মতোই উল্লেখযোগ্য। খবর রয়টার্সের।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) জার্মান গণমাধ্যম হ্যান্ডেলস্ব্লাটকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। বলেন, এতোদিন কৃত্রিম-বুদ্ধিমত্তার প্রযুক্তি শুধুমাত্র পড়তে এবং লিখতে পারতো কিন্তু কনটেন্ট বুঝতে পারতো না। তবে চ্যাট জিটিপির মতো প্রোগ্রাম চালান ও চিঠি লিখতে পারবে। ফলে আমাদের অফিসের কাজ আগের চেয়ে সহজতর হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের ওপেনআআই নামের একটি ফার্ম ও মাইক্রোসফট যৌথভাবে চ্যাটজিটিপি তৈরি করেছে। এটি ইতিহাসের সবচেয়ে দ্রুত বর্ধমান অ্যাপগুলোর মধ্যে একটি।
কালের আলো/এমএইচ/এসবি