প্রাণে প্রাণ মিলেমিশে একাকার, দেশের কল্যাণে ক্যাডেটদের উজ্জীবিত করলেন সেনাপ্রধান

প্রকাশিতঃ 11:51 pm | February 10, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

এ যেন তারুণ্যে ফেরা! স্মৃতি হাতড়ে স্বর্ণালী দিনগুলোতে ফিরে যাওয়া। দীর্ঘদিন পর একসঙ্গে, প্রাণের ক্যাম্পাসে। কুশল বিনিময়, একে অপরকে বুকে টেনে নেওয়া বা স্মৃতির ঝাঁপি খুলে বসা। স্মৃতির সঙ্গে নিবিড় সংযোগ ঘটাতে মুঠোফোনে অনবরত ক্লিক। প্রাণে প্রাণ মিলেমিশে আবেগ-উচ্ছ্বাসে পুরোটা সময়ই তাঁরা জানিয়ে দিলো এ বন্ধন আলগা হবার নয় মোটেও। আনন্দের এমন হাটের দৃশ্য কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠানে।

কর্মব্যস্ত জীবনে নিজেদের আনন্দ ভাগাভাগির অনাবিল মুহুর্তে শুক্রবার (১০ ফেব্রুয়ারি) তাঁরা পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদকে। কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে দেশ ও জাতির কল্যাণে বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে তিনি উজ্জীবিত করেছেন। স্মরণ করিয়ে দিয়েছেন ক্যাডেট কলেজের উন্নয়ন-আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অনস্বীকার্য অবদানের কথাও।

সাপ্তাহিক ছুটির দিনে সকালে কুমিল্লা ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠান কার্যত রূপ নেয় আবেগ-উচ্ছ্বাসময় মিলনমেলায়। ভালোবাসার বারতায় বন্ধুত্বের টানে ছুটে আসেন দু:খ-সুখ আর মিলন-বিরহ-আনন্দের স্মৃতিময় ক্যাম্পাসে। বন্ধুত্বকে চির তরুণ করার প্রয়াসে মানবিক মূল্যবোধের জয়গানে মুখর থেকে এক্স ক্যাডেটরা তৈরি করলেন নবীন-প্রবীণের সেতুবন্ধ।

প্রাক্তন ছাত্রদের সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘দেশ ও জাতি গঠনে ক্যাডেটদের অবদান অনেক। ক্যাডেটরা দেশ ও জাতির উন্নয়নে নিজ নিজ অবস্থান থেকে বিশেষ অবদান রাখছেন। বর্তমান ও প্রাক্তন ক্যাডেটদের দেশ ও জাতির কল্যাণে ভূমিকা পালন অব্যাহত রাখতে হবে।’

ক্যাডেট কলেজের উন্নয়ন ও আধুনিকায়নে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আন্তরিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর আধুনিকায়নে উল্লেখযোগ্য অগ্রগতিও হয়েছে।

এর আগে সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ এদিন সকাল ১০টায় কুমিল্লা ক্যাডেট কলেজ প্রাঙ্গণে পৌঁছালে প্রাক্তন ও বর্তমান ক্যাডেটদের নিয়ে গঠিত একটি দল মনোজ্ঞ কুচকাওয়াজের মাধ্যমে তাঁকে অভিবাদন জানায়। এরপর সেনাপ্রধান কুমিল্লা ক্যাডেট কলেজের ক্যাডেটদের জন্য নবনির্মিত মেঘনা, গোমতী, তিতাস নামের তিনটি হল উদ্বোধন করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা ও ভাষাসৈনিকদের প্রতিও গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল (এজি) মেজর জেনারেল মো. নজরুল ইসলাম, বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার-ইন-চিফ মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লার এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. মাইনুর রহমান, কুমিল্লা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল রিয়াজ আহমেদ চৌধুরী, অ্যাসোসিয়েশন অব কুমিল্লা ওল্ড ক্যাডেট সোসাইটির সভাপতি শাহজাহান কামাল প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে