নৌকার প্রচারণায় মাঠে একঝাঁক তারকা
প্রকাশিতঃ 9:44 am | December 13, 2018
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দীঘ কয়েক বছর পর বাংলাদেশে সব দলের অংশগ্রহনে একটি অংশগ্রহন মূলক নির্বাচন অনুষ্ঠানের সু-বাতাস বইছে। সবত্র নির্বাচনী হাওয়ায় উৎসব মুখর পরিবেশে নিজস্ব প্রতীকে ভোট চাইছেন প্রার্থী ও সমর্থকরা।
এবারের নির্বাচনে প্রধান দুই জোটের মধ্যে বিএনপির ধানের শীষ জোটের তেমন কোন আকর্ষন না থাকলেও নির্বাচনী প্রচারণায় চমক রেখেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ।
নৌকার নির্বাচনী প্রচারণায় দলের তারকা নেতা, প্রার্থী সমর্থকদের সাথে এবার নির্বাচনী প্রচারণায় নামছে একঝাঁক তারকা।
বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন করে রাজধানীর ঢাকায় বিভিন্ন এলাকায় নৌকা মার্কায় ভোট চাইবেন তারা।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার পক্ষে কাজ করতে গত নভেম্বরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগের কার্যালয়ে নির্বাচনী প্রচার উপ-কমিটির সভায় নৌকার প্রচারণায় মাঠে নামার ঘোষাণা দিয়েছিলেন তারকারা।
ওই সভায় উপস্থিত ছিলেন- চিত্রনায়ক ফেরদৌস, রিয়াজ, শাকিল খান, জাহিদ হাসান, সাদিয়া ইসলাম মৌ, অরুণা বিশ্বাসসহ আরও অনেকে।
বুধবার (১২ ডিসেম্বর) নির্বাচনী প্রচার উপ-কমিটির এক অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘দেশের অভিনয় শিল্পী, সঙ্গীত শিল্পী, বরেণ্য সাংস্কৃতিক ব্যক্তিবর্গ নৌকা প্রচারে নামছেন। সামাজিক মাধ্যমগুলোতে ইতোমধ্যে প্রচারণা চলছে।’
তিনি আরও বলেন, ‘দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে মুক্তিযুদ্ধের পক্ষে, নৌকা মার্কার পক্ষে বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদন শেষে রাজধানী ঢাকায় শিল্পী-সাংস্কৃতিক ব্যক্তিরা প্রচারণায় নামবেন।’
এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া নৌকার পক্ষে নির্বাচনী প্রচারণায় নির্মিত টিভিসিগুলো দেখা যাচ্ছে। সেগুলোতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণকে নৌকা মার্কা ও শেখ হাসিনাকে ভোট দেয়া জন্য আহ্বান জানান এইসব তারকা। তরুণদের পাশাপাশি এই প্রচারণায় অংশ নিয়েছে প্রবীণরাও।
সামাজিক মাধ্যমে ভিডিও বার্তায় উন্নয়ন অগ্রযাত্রার ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনার দলকে ভোট দেয়ার আহ্বান জানিয়েছেন চিত্রনায়ক ফেরদৌস। তিনি বলছেন, ‘উন্নয়ন ও অগ্রযাত্রার ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাংলাদেশের পক্ষে।‘
আর সমৃদ্ধির পথে এগিয়ে যেতে নৌকায় ভোট দেয়ার কথা বলছেন চিত্র নায়িকা পূর্ণিমা। তিনি বলছেন, ‘খুশি থাকা আপনার। আপনার মূল্যবান ভোটটি আপনি কাকে দেবেন? সমৃদ্ধির পথে এগিয়ে যেতে নৌকায় ভোট দিন।’
এদিকে শেখ হাসিনা দেশকে জেতানোর লড়াই চালিয়ে যাচ্ছেন উল্লেখ করে ক্রিকেটার সাকিব আল হাসান বলছেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা পরিবারের সবাইকে হারিয়ে দেশকে জেতানোর লড়াইয়ে আছেন। বাংলাদেশ এখন তার পরিবার সবাইকে নিয়ে সবার ভালো থাকার জন্য কাজ করে যাচ্ছেন।’
অপরদিকে সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম বলেন, ‘উন্নয়ন ধারা ব্যাহত করার জন্য চক্রান্ত চলছে। এ নির্বাচনে সেই চক্রান্তকারীদের আমরা জিততে দিতে পারি না।’
কালের আলো/এনএল/এমএইচএ