ময়মনসিংহে সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ১২
প্রকাশিতঃ 10:06 am | February 16, 2023
ময়মনসিংহ প্রতিবেদক:
ময়মনসিংহে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত, পরোয়ানাভুক্ত ও বিভিন্ন মামলায় ১২ আসামিকে গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
বুধবার (১৫ ফেব্রুয়ারী) সকাল পর্যন্ত পৃথক এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- মোঃ রুবেল মিয়া, ফারুক মিয়া, অলি উল্লাহ ইসলাম, আব্দুল কাদির জিলানী, রাকিবুল হাসান, রুস্তম আলী হৃদয়, মোঃ সাগর, খোকন মিয়া, মোঃ মজিবর রহমান, মোঃ খোকন, শহিদ ও মোঃ রাজন মিয়া।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা স্যারের নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ মাদক চুরি-ছিনতাই ডাকাতি প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমূহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি এবং সাজা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে পুলিশ অভিযান পরিচালনা করে ১২ জনকে গ্রেফতার করেছে।
বুধবার তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি
কালের আলো/একে/এমএম