আফজালুর রহমান বাবুকে নিয়ে ময়মনসিংহ-৪ আসনে রাজনীতিতে নতুন মেরুকরণ

প্রকাশিতঃ 3:24 pm | February 17, 2023

অনিক খান, কালের আলো:

প্রায় ৪০ বছরের বর্ণাঢ্য রাজনীতির ক্যারিয়ার আফজালুর রহমান বাবুর। পিতা মুজিবের আদর্শে নিজেকে গড়েছেন দুরন্ত সেই শৈশবে। ছাত্রলীগের রাজনীতির মাধ্যমে হাতেখড়ি। ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন পদে ছিলেন। রাজধানীর গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ছাত্রলীগের সভাপতি, ঢাকা কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি ও কেন্দ্রীয় ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। একবার ছিলেন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পরবর্তীতে সহ-সভাপতি পদে।

দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি হিসেবেও। এখন সংগঠনটির সাধারণ সম্পাদক হিসেবে প্রায় ৩ বছর যাবত নেতৃত্ব দিচ্ছেন স্বেচ্ছাসেবক লীগকে। আলো ছড়িয়েছেন নেতৃত্বে। নিজের পরিচ্ছন্ন ভাবমূর্তি বিনির্মাণ করেছেন।

জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ এই রাজনীতিক ময়মনসিংহের কৃতি সন্তান। কেন্দ্রীয় দায়িত্ব সামাল দিয়ে ময়মনসিংহেও নিয়ম করে সময় দেন। স্থানীয় দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের সঙ্গে সম্পর্কের সেতুবন্ধ রচনায় ব্রত হয়েছেন। তাকে ঘিরে ময়মনসিংহ-৪ (সদর) আসনে নতুন মেরুকরণ তৈরি হচ্ছে।

অনেকেই বলছেন, দ্বাদশ সংসদ নির্বাচনে আসনটিতে ক্ষমতাসীন দলের মনোনয়ন চাইতে পারেন আফজালুর রহমান বাবু। জেলার রাজনীতিতে তার অনুসারী ও শুভাকাঙ্খীরা নানামুখী প্রচারণাও চালাচ্ছেন। বিভিন্ন দিবসে তার পক্ষে প্যানাফ্ল্যাক্স ও শুভেচ্ছা বার্তা নগরীতে নজর কেড়েছে।

তবে জাতীয় পার্টির সঙ্গে আসন ভাগাভাগি, সমঝোতা বা জোটগতভাবে নির্বাচন হলে বর্তমান সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদই মনোনয়নে বহাল থাকবেন বলে মনে করা হচ্ছে। তবে দলীয় নেতাকর্মীদের সুসংগঠিত করে নির্বাচনমুখী রাজনীতির পালে নতুন করে হাওয়া বইয়ে দিচ্ছেন আফজালুর রহমান বাবু।

দলীয় মনোনয়নের বিষয়ে এই প্রতিবেদকের সঙ্গে সাক্ষাতকারে তিনি সরাসরি কোন কথা না বললেও নিজ এলাকার উন্নয়নে কোন না কোনভাবে ভূমিকা রাখার চেষ্টা করেন। ইতোমধ্যে তিনি সদর উপজেলার চরাঞ্চলের আম্ভিকাগঞ্জ কলেজ জাতীয়করণ ও শম্ভুগঞ্জ থেকে পরাণগঞ্জের বেহাল সড়ক নির্মাণে ভূমিকা রেখে প্রশংসা কুড়িয়েছেন সাধারণ মানুষের মাঝে।

সম্প্রতি ময়মনসিংহ নগরীর বাউন্ডারী রোডস্থ নিজ বাসভবনে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই সাধারণ সম্পাদক মনে করেন, ‘মর্যাদাপূর্ণ ময়মনসিংহ-৪ সদর আসনের উন্নয়নে সরকারের আন্তরিক স্বদিচ্ছা, পর্যাপ্ত সুযোগ ও অপার সম্ভাবনা রয়েছে। এরপরেও উন্নয়নে পিছিয়ে রয়েছে ময়মনসিংহ সদর এলাকা।’ এ সময় তিনি এই আসনের উন্নয়ন স্থবিরতার কারণও তুলে ধরেন। আফজালুর রহমান বাবু বলেন ‘বিগত সময়ে এই আসনে মাত্র একবার আওয়ামীলীগের সংসদ সদস্য পেয়েছি আমরা। বারবার এই আসনটি ছিল বিএনপির। তবে বর্তমান সরকারের মহাজোটের কারণে বিগত দু’টি নির্বাচনে গুরুত্বপূর্ণ ব্যক্তি রওশন এরশাদকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। কিন্তু র্দীঘদিন ধরে তিনি অসুস্থ থাকার কারণে এই এলাকার উন্নয়ন কাজে সমস্যার সৃষ্টি হয়েছে। তবে তিনি সুস্থ থাকলে এই অসুবিধার সৃষ্টি হত না।’

রাজপথ থেকে উঠে আসা আফজালুর রহমান বাবু বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশজুড়ে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। দু:খী মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটছে। গ্রামে গ্রামে মিলছে শহরের নাগরিক সুবিধা। কিন্তু ময়মনসিংহ-৪ সদর আসনের উন্নয়ন কাজে স্থবিরতা নেমে এসেছে। এই উন্নয়ন স্থবিরতার দায় কেউ এড়াতে পারে না। আমি রাজনীতি করি আমিও এই দায় এড়াতে পারি না। ত্রিশালে বিমানবন্দর হলে হাজার হাজার লোকের কর্মসংস্থান হত, কিন্তু তা হলো না। তাই ব্যক্তি স্বার্থে উন্নয়ন বাধাগ্রস্ত করার মানসিকতা পরিহার করে সবাইকে দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে হবে। কারণ, কাজ কেউ করে দেয় না, বরং করিয়ে নিতে হয়। সংশ্লিষ্ট দপ্তরে না দৌঁড়ে তা হয় না। ফাইল হাতে নিয়ে ঘুরতে হয়, পরিশ্রম করতে হয়।’

তিনি বলেন, ‘বর্তমানে সদর এলাকার সাথে প্রতিটি ইউনিয়ন পরিষদের সংযোগ সড়ক হচ্ছে। সেই সাথে বর্তমান প্রেক্ষাপটে সদর উপজেলার ১১টি ইউনিয়নে শিক্ষা ও স্বাস্থ্য খাতের অনেক কাজ করার সুযোগ রয়েছে। ব্রহ্মপুত্র নদকে ঘিরে পর্যটন খাতকে বিকশিত করা সম্ভব। এজন্য সকলের স্বদিচ্ছা ও আন্তরিকতায় পরিকল্পিত উন্নয়নের মাস্টার প্লান প্রণয়ন করে কাজ করতে হবে।’

আশাবাদী কন্ঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের এই শীর্ষ নেতা আরও বলেন, ‘ময়মনসিংহের সদর উপজেলার কিসমত রহমতপুরে প্রায় ১৫৩ কোটি টাকা ব্যয়ে আইটি হাই-টেক পার্ক নির্মাণ করা হচ্ছে। এটি হবে তরুণ প্রজন্মের কর্মসংস্থানের নতুন ঠিকানা। হাই-টেক পার্কটি চালু হলে এলাকার তরুণদের চাকরির জন্য ঢাকা কিংবা বিদেশমুখী হতে হবে না। প্রতি বছর অন্তত ৩ হাজার তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং ১ হাজার তরুণ-তরুণী প্রশিক্ষণ নিতে পারবে। গতি আসবে এ অঞ্চলের অর্থনীতিতেও। সূচনা হবে এক নতুন দিগন্তের।’

কালের আলো/একে/এমএএএমকে