প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে সড়ক নেটওয়ার্কে নতুন মাত্রা, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার শপথ পুনর্ব্যক্ত সেনাপ্রধানের

প্রকাশিতঃ 10:41 pm | February 19, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে দেশের সড়ক নেটওয়ার্কে নতুন মাত্রা যোগ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। একই সঙ্গে বাঙালি জাতির চির আরাধ্য পুরুষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উন্নত-সমৃদ্ধ অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ার শপথ পুনর্ব্যক্ত করেছেন তিনি।

আরও পড়ুন: চওড়া হাসি মিরপুরবাসীর মুখে; ঢাকাকে স্মার্ট সিটিতে রূপান্তরের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

সেনাপ্রধান বলেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্বে এবং সমায়োচিত দিকনির্দেশনায় ঢাকা মহানগরীসহ দেশের ভৌত অবকাঠামো এবং যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়নে যে বৈপ্লবিক পরিবর্তন ও অসামান্য উন্নয়ন সাধিত হয়েছে তা আজ বিশ্বব্যাপী সমাদৃত। মেট্রোরেলের পর এই প্রশস্ত সড়ক এবং ফ্লাইওভার আমাদের ঢাকা মহানগরীর সড়ক নেটওয়ার্কে যোগ করবে আরও একটি নতুন মাত্রা। দেশ ও জাতির উন্নয়নে এই ধারাবাহিকতায় এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী থাকতে পেরে আমরা গর্বিত এবং অঙ্গীকার করতে চাই এই ধরনের উন্নয়ন কর্মকান্ডে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় বদ্ধপরিকর থাকবে।’

রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর মিরপুরে ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ এবং কালশী ফ্লাইওভার উদ্বোধনে স্থানীয় কালশী বালুর মাঠে আয়োজিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে সেনাপ্রধান এ দৃঢ় অঙ্গীকারের কথা জানান। সকাল ১০টা ৫০ মিনিটে অনুষ্ঠানস্থলে এসে পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে বরণ করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। পরে প্রধানমন্ত্রী কালশী ফ্লাইওভার ও সড়ক প্রশস্তকরণের শুভ উদ্বোধন করেন। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অর্থায়নে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড যৌথভাবে এ মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে।

আরও পড়ুন: স্থানীয় সরকার মন্ত্রীর দূরদর্শীতার প্রশংসায় মেয়র আতিক, আবেগঘন উচ্চারণে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা মন্ত্রীর

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন ক্রমাগতই বাস্তবায়িত হচ্ছে
সকল শহীদদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন ক্রমাগতই বাস্তবায়িত হচ্ছে জানিয়ে সেনাপ্রধান বলেন, ‘যার নেতৃত্বে রয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরই ধারাবাহিকতায় আজ মাননীয় প্রধানমন্ত্রী ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ এবং কালশি ফ্লাইওভার উদ্বোধনের মাধ্যমে প্রতীক্ষিত আরও একটি স্বপ্নের বাস্তবায়ন হবে। ইসিবি চত্বর ও কালশী এলাকাটি গণবসতি এবং যানবাহনের প্রচুর চাপ থাকায় এই এলাকার জনগণ তীব্র যানজটের ভোগান্তির শিকার ছিলেন। তাই এই প্রশস্ত সড়ক এবং নান্দনিক ফ্লাইওভার নি:সন্দেহে মিরপুরবাসীর দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটাবে।’

তিনি বলেন, ‘পাশাপাশি সামরিক বাহিনীর সদস্যরা যারা মিরপুর সেনানিবাসে অবস্থিত সামরিক বাহিনী প্রতিষ্ঠানসমূহে যেমন ন্যাশনাল ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ডেড স্টাফ কলেজ, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এসব প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদের প্রতিনিয়ত চলাচলে যে ভোগান্তি ছিল তাও অনেক লাঘব হবে। তাই জনগণের কল্যাণ ও মিরপুর এলাকার সামগ্রিক উন্নয়নের জন্য এটি একটি জরুরি যুগোপযোগী পদক্ষেপ। এ ধরণের জনহিতকর এবং বাস্তবমুখী প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পালনে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রদান করার জন্য আমি বাংলাদেশ সেনাবাহিনীর সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে নিয়ে মেয়র আতিকের গান, উচ্ছ্বাস-করতালি শেখ হাসিনার

বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব
বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অবকাঠামোগত উন্নয়নের সর্বোচ্চ দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে মন্তব্য করে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী সরকারের প্রদত্ত সকল উন্নয়নমূলক প্রকল্পের গুণগতমান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে সমাপ্ত করার সর্বোচ্চ চেষ্টা করে থাকে। আপনারা জেনে অত্যন্ত খুশি হবেন যে, এই প্রকল্পটির গুণগত মান সঠিক রেখে নির্ধারিত সময়ের প্রায় চার মাস আগে আমরা সমাপ্ত করেছি। আর এ অর্জন সম্ভব হয়েছে সকলের ঐকান্তিক সহযোগিতায়। আমি এজন্য স্থানীয় সরকার বিভাগ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, সেবাদানকারী বিভিন্ন সংস্থা এবং এই এলাকার সমস্ত জনগণকে আমাদের কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। একই সঙ্গে এই প্রকল্পটির সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য আমি ইঞ্জিনিয়ারিং চীফ, কমান্ডার ২৪ কনস্ট্রাকশন ব্রিগেড, অধীনস্ত ১৭ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্যাটালিয়নের সকল অফিসার জেসিও এবং অন্যান্য পদবির সৈনিককে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।’

কালের আলো/ডিএস/এমএম