আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন সার্জিও রামোস
প্রকাশিতঃ 8:13 pm | February 24, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
দীর্ঘ ১৮ বছরের সফল ক্যারিয়ারের ইতি টেনে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার সার্জিও রামোস।
বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে অবসরের বিষয়টি জানান পিএসজির এই ডিফেন্ডার।
২০১০ বিশ্বকাপে স্পেনের জার্সিতে খেলছেন রামোস। এ ছাড়া এ ডিফেন্ডার ২০২১ সালের মার্চে সবশেষ স্পেনের হয়ে মাঠে নেমেছিলেন। দেশের হয়ে রেকর্ড ১৮০ ম্যাচে খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে করেছেন ২৩ গোল।
সামাজিক যোগাযোগমাধ্যমে রামোস লিখেছেন, সময় এসে গেছে, জাতীয় দলকে বিদায় জানানোর। আজ সকালে আমি বর্তমান কোচ থেকে ফোন পেয়েছি, যিনি আমাকে বলেছেন যে তিনি আমাকে গণনা করবেন না, আমি যতই দেখাতে পারি বা কীভাবে আমি আমার ক্রীড়া কর্মজীবন চালিয়ে যাই। দুর্ভাগ্যবশত এটা আমার জন্য এমন হবে না। কারণ, ফুটবল সবসময় ন্যায্য নয় এবং ফুটবল কখনোই শুধু ফুটবল নয়।
তিনি আরও লিখেছেন, এত বছরের জন্য এবং আপনাদের সব সমর্থনের জন্য অনেক কৃতজ্ঞ। আমি ফিরিয়ে নিয়েছি অমার্জিত স্মৃতি, সব শিরোনাম আমরা একসঙ্গে যুদ্ধ করেছি এবং উদযাপন করেছি এবং সবচেয়ে আন্তর্জাতিকতার সঙ্গে স্প্যানিশ খেলোয়াড় হওয়ার অত্যন্ত গর্ব। এই ঢাল, এই শার্ট আর এই ফ্যান, সবাই আমাকে খুশি করে দিলে। ১৮০ বার গর্বের সঙ্গে প্রতিনিধিত্ব করতে পেরেছি যে সুবিধাভোগী তাদের শিহরণে আমি ঘরে বসে আমার দেশকে উল্লাস করতে থাকব। সবাইকে আন্তরিক ধন্যবাদ, যারা সবসময় আমাকে বিশ্বাস করে।
কালের আলো/এমএইচ/এসবি