যুব গেমস হবে জৌলুসময় ও আনন্দময় : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রকাশিতঃ 11:53 pm | February 26, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

শেখ কামাল দ্বিতীয় বাংলাদেশ যুব গেমস প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুচিন্তিত পরিকল্পনার ফসল বলে মন্তব্য করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। তিনি বলেন, ‘যুব সমাজকে সুপথে পরিচালিত করার প্রত্যয়ে উদ্বোধন হতে যাচ্ছে শেখ কামাল বাংলাদেশ যুব গেমসের দ্বিতীয় আসর। আজকের এই আয়োজন প্রধানমন্ত্রীর সুচিন্তিত পরিকল্পনার ফসল। প্রধানমন্ত্রীর সার্বিক পৃষ্ঠপোষকতায় ও প্রত্যয় সহযোগিতায় এই আয়োজন সফল হতে যাচ্ছে।’

আরও পড়ুন: উৎসবের আবহে যুব গেমসের আলো ঝলমলে উদ্বোধন, স্মার্ট খেলোয়াড় তৈরির রূপরেখা প্রধানমন্ত্রীর

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর আর্মি স্টেডিয়ামে শেখ কামাল বাংলাদেশ যুব গেমস’র দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করি হাজারো যুবকের অংশগ্রহণে এই যুব গেমস হবে জৌলুসময় ও আনন্দময়। এখান থেকে বেরিয়ে আসবে আগামীর তারকা খেলোয়াড়। যাদের কৃতিত্বের স্বাক্ষর দেখবে বিশ্ববাসী। যুব সমাজ খুঁজে পাবে সুনিশ্চিত ভবিষ্যতের রূপরেখা। যার সফল বাস্তবায়ন ঘটাবেন দেশরত্ন শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায় খেলাধূলা রাখছে সমভূমিকা।’

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজা।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল এমপি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো.আতিকুল ইসলাম ও বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে