সায়েন্সল্যাবে তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ
প্রকাশিতঃ 4:02 pm | March 05, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর সায়েন্সল্যাবে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (৫ মার্চ) দুপুর ১টার দিকে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজ শিক্ষার্থীদের মধ্যে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
রোববার (৫ মার্চ) দুপুর নিউমার্কেট থানার উপ-পরিদর্শক রায়হান সিরাজী বলেন, দুপুরে সংঘর্ষের ঘটনা ঘটে। এখনো শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর ১টা থেকে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। কয়েক দফা পাল্টাপাল্টি ধাওয়ার পর এ সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। বেলা আড়াইটার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কালের আলো/এসবি/এমএম