ময়মনসিংহে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
প্রকাশিতঃ 9:01 pm | March 15, 2023
ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ নগরীর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ মার্চ ) রাতে কোতোয়ালী পুলিশের একটি বিশেষ টিম গোপন সূত্রে খবর পেয়ে এই অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার মৃত হাজী জাকের আহমেদের ছেলে আব্দুল মান্নাফ ওরফে মুন্নাফ (৪৫), মৃত জসিমের ছেলে শাহীন (২৪)।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহ্ কামাল আকন্দ বলেন, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা স্যারের নির্দেশে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ মাদক চুরি-ছিনতাই ডাকাতি প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমূহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি এবং সাজা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে গতকাল রাতে পুলিশ অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে পাঁচ হাজার ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেছে।
তিনি আরও বলেন, আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
কালের আলো/এবি/আরকে