কুরআন তেলাওয়াত করে প্রশংসায় ভাসছে ম্যানচেস্টারের তরুণ খেলোয়াড়
প্রকাশিতঃ 3:55 pm | March 17, 2023
স্পোর্টস ডেস্ক, কালের আলো:
ম্যানচেস্টার ইউনাইটেড অ্যাকাডেমির এক তরুণ খেলোয়াড়ের কোরআন তেলাওয়াতের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ইংলিশ ক্লাবে খেলতে এসে সুললিত কণ্ঠে তেলাওয়াত করে সবাইকে মুগ্ধ করেন রাশিয়ার দাগিস্তান বংশোদ্ভূত এই তরুণ।
১৫ বছর বয়সী এই খেলোয়াড়ের নাম আমির ইবরাহিমভ। তার ভাই ইনস্টাগ্রামের এক পোস্টে ‘মাশাআল্লাহ’ লিখে আমিরের ভিডিওটি শেয়ার দেন। এরপর মুহূর্তেই ভিডিওটিতে ১৫ হাজারের বেশি লাইক-কমেন্ট পড়ে। তাতে দেখা যায়, আমির যুক্তরাজ্যের ট্র্যাফোর্ড সেন্টারের পাশে একটি উন্মুক্ত স্থানে পবিত্র কোরআনের সুরা ফুরকান থেকে কয়েকটি আয়াত পড়ছেন।
ম্যানচেস্টার ইউনাইটেড সংশ্লিষ্ট বিভিন্ন পেজে তাঁর ভিডিওটি শেয়ার করা হয়। তাঁর সুন্দর তেলাওয়াতের প্রশংসা করছেন নেটিজেনরা।
আমিরের জন্ম ২০০৮ সালে এক সম্ভ্রান্ত পরিবারে। সে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলে। তার বড় ভাই ইবরাহিম পেশায় মিক্সড মার্শালআর্টের যোদ্ধা এবং ছোট ভাই গাজিও অনূর্ধ্ব-১২ দলে ইউনাইটেড একাডেমিতে খেলে।
কালের আলো/এমএইচ/এসবি