বঙ্গবন্ধুর বজ্রকঠিন ৭ মার্চের ভাষণের অনুকরণ সুদানের মাটিতে, বিমুগ্ধ বিস্ময়ে অবলোকন সেনাপ্রধানের

প্রকাশিতঃ 10:33 pm | March 17, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

‘মনে রাখবা রক্ত যখন দিয়েছি, রক্ত আরও দেবো, এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ’ ভিনদেশী এক মুজিবপ্রিয় মানুষের কন্ঠে বাংলাদেশের স্বাধীনতা নামক মহতী কাব্যের স্রষ্টা কবি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রগম্ভীর কণ্ঠ থেকে ধ্বনিত সেই কালজয়ী ভাষণের অনুকরণ-উচ্চারণ। বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রামাণিক দলিল যেন শ্রদ্ধা-ভালোবাসার অনুরণন তুললো বাংলাদেশ থেকে বহুদূরের সুদানে অবস্থানরত বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের হৃদয়-মস্তিষ্কে।  

রীতিমতো নাড়িয়ে দিলো বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ’র হৃদয়ানুভূতিকেও। অবহেলিত বাঙালির মুক্তির অগ্রদূত তাঁর হৃদয় মঞ্জিলেও চিরঞ্জীব, চির অমলীন। স্বত:স্ফূর্ত হৃদয় অর্ঘ্য আর করতালি তখন দেশটির কাদুগলির মুরতা ভিলেজে। বাঙালির পরাধীনতার শৃঙ্খল মুচানোর চূড়ান্ত প্রেরণার অমর কবিতা, ইতিহাসের ম্যাগনাকার্টা বিমুগ্ধ বিস্ময়েই অবলোকন করলেন সেনাপ্রধানসহ উপস্থিত অন্যরাও।

মাত্র ১১ বছর আগে স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ আফ্রিকার দেশ সুদানে সুনাম ও সফলতার সঙ্গে কাজ করে চলেছে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী। দেশটির মানুষের সঙ্গে বাংলার শান্তিরক্ষীদের গভীর হৃদ্যতা ও সখ্যতা গড়ে উঠেছে। বাঙালির ইতিহাসে উজ্জ্বল-প্রোজ্জ্বল এক অচিন্তিত মহার্ঘ্য স্বাধীনতার স্বার্থক রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রেসকোর্স ময়দানে ঐতিহাসিক ৭ মার্চের গণসূর্যের মঞ্চ কাঁপানো ঐতিহাসিক বজ্রকঠিন ভাষণ অনুকরণ করেন সুদানের স্থানীয় এক বাসিন্দা। এসব ঘটনা প্রবাহ গত মঙ্গলবারের (১৪ মার্চ)।

বাংলাদেশ নামক ভূখন্ডের স্বাপ্নিক স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুুজিবুর রহমানের প্রতি হৃদয়ের অলিন্দ থেকে গভীর শ্রদ্ধা-ভালোবাসায় বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ’র দিকনির্দেশনায় সুদানে শান্তিরক্ষা কার্যক্রমে নিয়োজিত বাংলাদেশী কন্টিনজেন্ট সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে স্থানীয় কাদুগলির মুরতা ভিলেজ এলাকায় গড়ে তুলেছে বঙ্গবন্ধু ফ্রি মেডিকেল ক্লিনিক। ওইদিন মিশন এলাকা পরিদর্শনকালে সেনাপ্রধান এই মেডিকেল ক্লিনিকের উদ্বোধন করেন।

বঙ্গবন্ধুর আজীবন সংগ্রাম ও দূরদর্শী নেতৃত্বেই পৃথিবীর মানচিত্রে অভ্যুদয় ঘটে সার্বভৌম বাংলাদেশের। দেশের মা, মাটি ও মানুষের জন্য ইতিহাসের মহানায়কের অদম্য সাহস, দেশপ্রেম ও অসীম ত্যাগ উজ্জীবিত করেছে সুদানীদেরও। আর তাইতো তাদের কন্ঠেও বাংলাদেশের জাতীয় সঙ্গীত। সাম্য, স্বাধীনতা, গণতন্ত্র ও বিশ্বশান্তি প্রতিষ্ঠার বিরামহীন সংগ্রামের মহানায়ককে নিয়ে কামাল চৌধুরীর লেখা ‘তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর’ গানটিও নিজেদের কন্ঠে গেয়ে যেন হৃদয় দিয়েই হৃদয় কেনার স্বকীয় আবহকেও দীপ্যমান করেছে প্রকারান্তরেই।  

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদও মনে করেন, ‘মুক্তির মহানায়ককে নিয়ে সুদানীদের এই উদযাপন ও ভালোবাসা আবারো প্রমাণ করেছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু বাংলাদেশেই নয় বরং বিশ্বের অন্যান্য দেশের জনগণের মনেও স্থান করে নিয়েছেন, যা তাকে বিশ্ব নেতার আসনে আসীন করেছে।’

অনুষ্ঠানে বাংলাদেশী ডেপুটি ফোর্স কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকির, সুদানের ১৪ ডিভিশন কমান্ডার, কাদুগলির গভর্নর, সুদান ও দক্ষিণ সুদানের ন্যাশনাল মনিটর, দক্ষিণ করডোফান প্রদেশের পুলিশ কমিশনার, স্থানীয় ভিলেজ প্রধানরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এমএএএমকে