ডয়চে ভেলেতে সাক্ষাৎকার দেওয়া সেই নাফিজ বিপুল মাদকসহ গ্রেপ্তার
প্রকাশিতঃ 9:50 pm | April 10, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
জার্মানিভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলের একটি বিশেষ তথ্যচিত্রে সাক্ষাৎকার দেওয়া নাফিজ মোহাম্মদ আলমকে মাদকদ্রব্যসহ গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১০ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রোববার দিবাগত রাতে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিসি ফারুক জানান, পর্নোগ্রাফির একটি মামলায় নাফিজ মোহাম্মদ আলমকে ভাটারা থানা এলাকার একটি বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ওই বাসায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণে বিদেশি মদ ও বিয়ার পাওয়া যায়।
গ্রেপ্তার আসামির বাসায় এসব মাদক পাওয়ায় তার বিরুদ্ধে ভাটারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পর্নোগ্রাফি মামলা ও মাদক মামলায় নাফিফ মোহাম্মদ আলমকে গ্রেপ্তার দেখিয়ে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে সোমবার তাকে আদালতে সোপর্দ করা হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
কালের আলো/এমএইচ/এসবি