ভারত সফর শেষে দেশে সেনাপ্রধান; জোরদার বাংলাদেশ-ভারত সেনাবাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক

প্রকাশিতঃ 9:08 pm | April 30, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো :

মহান মুক্তিযুদ্ধে বন্ধুপ্রতিম প্রতিবেশী রাষ্ট্র ভারতের সেনাবাহিনীর অবদান ও আত্মত্যাগের কথা সব সময়ই কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন প্রতিরক্ষামন্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে পারস্পরিক বিশ্বাস যেমন বেড়েছে তেমনি জোরদার হয়েছে সুসম্পর্কও।

প্রায় ১০ মাস আগে ভারতীয় সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ’র আমন্ত্রণে বাংলাদেশ সফরকালে নিজেদের মধ্যকার সাক্ষাতে দুই দেশের সেনাবাহিনীর বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উচ্চারণ করেছিলেন। এবার তারই আমন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ’র তিনদিনের ভারত সফরে এ সম্পর্ক এক অনন্য উচ্চতায় গিয়ে পৌঁছেছে। দৃঢ়তর করেছে সম্পর্কের বন্ধনকে। প্রাণবন্ত হয়েছে দু’দেশের সেনাবাহিনীর মধ্যকার আস্থা ও বন্ধুতার জ্যোতিও।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রবিবার (৩০ এপ্রিল) তিনদিনের ভারত সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। এর আগে ভারত সফরে প্রতিটি মুহুর্ত কর্মব্যস্ত সময় অতিবাহিত করেন তিনি। এ সফরে সেনাপ্রধান ভারতের চেন্নাই’র অফিসার্স ট্রেনিং একাডেমিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ সমাপনী প্যারেডের অভিবাদন গ্রহণ ও মনোজ্ঞ কুচকাওয়াজ পরিদর্শন করেন। পাশাপাশি দেশটির প্রতিরক্ষার সঙ্গে সম্পৃক্ত শীর্ষ ব্যক্তিদের সঙ্গেও আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বৈঠক করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, সফরকালে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল অনিল চৌহান, ভারতের সেনাবাহিনী প্রধান জেনারেল মনোজ পান্ডে, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল আর হরি কুমার, ভাইস চিফ অফ এয়ার স্টাফ এয়ার মার্শাল এপি সিং, প্রতিরক্ষা সচিব গিরিধর আরামনে এবং পররাষ্ট্র সচিব বিনয় মোহন কাত্রা’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাতকালে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে প্রশিক্ষণ, সন্ত্রাসবাদ বিরোধী পারস্পরিক সহায়তা এবং দ্বিপাক্ষিক সহযোগিতার মধ্যে কৌশলগত অংশীদারিত্বের বিষয়েও বিস্তৃত আলোচনা হয়েছে। আইএসপিআর মনে করে, সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ’র এই সফরের মধ্যে দিয়ে ভারত ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার হবে। বন্ধুতা আর সৌহার্দ্যের মূল্যায়নেও সেনাপ্রধান জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ’র এই সফর দু’দেশের সেনাবাহিনীর বিদ্যমান সম্পর্কে যোগ করবে নতুন মাত্রা, এমন অভিমত সামরিক বিশ্লেষকদেরও।

কালের আলো/এমএএএমকে