আত্মসমর্পণ করে জামিন পেলেন প্রথম আলো সম্পাদক
প্রকাশিতঃ 3:34 pm | May 03, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় আত্মসমর্পণের পর প্রথম আলো সম্পাদক মতিউর রহমান জামিন পেয়েছেন।
বুধবার (২ মে) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামানের আদালত এ জামিন মঞ্জুর করেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন মতিউর রহমানের আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।
তিনি বলেন, এদিন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান আদালতে উপস্থিত ছিলেন। এরপর আমার মাধ্যমে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে আদালত আগামী ১৬ আগস্ট পর্যন্ত তার জামিন বহাল রাখেন। একইসঙ্গে ওইদিন জামিন শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে ২ এপ্রিল (রোববার) তিনি এ মামলায় হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পেয়েছিলেন। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ জামিন আদেশ দেন।
উল্লেখ্য, গত ২৯ মার্চ মধ্যরাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা করেন অ্যাডভোকেট আবদুল মালেক মশিউর। একই মামলায় পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকেও আসামি করা হয়। গ্রেপ্তারের পর ৩০ মার্চ শামসুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর গত ১৩ এপ্রিল ২০ হাজার টাকা মুচলেকায় আদালত তার জামিন মঞ্জুর করেন। এ ছাড়া আসামিদের মধ্যে ‘সহযোগী ক্যামেরাম্যান’সহ অজ্ঞাতনামা ব্যক্তিরাও রয়েছেন।
রাষ্ট্রের ভাবমূর্তি ও সুনাম ক্ষুণ্ন করার অভিযোগ এনে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ৩১ ও ৩৫ ধারায় মামলাটি দায়ের করেন আবদুল মালেক। মামলার প্রাথমিক তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়, অভিযুক্তরা আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর জন্য উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা তথ্য ছড়িয়েছেন।
কালের আলো/এমএইচ/এসবি