গৌরব-সম্মানের বদলে বুশরা আফরিনকে নিয়ে এ কেমন অপপ্রচার?
প্রকাশিতঃ 10:15 am | May 05, 2023
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
বুশরা আফরিন। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলামের কন্যা। এটি তার একটি পরিচয়। একমাত্র পরিচয় নয় মোটেও। কানাডায় উচ্চ মাধ্যমিক পড়েছেন। গ্লোবাল ডেভেলপমেন্ট স্টাডিজে নিয়েছেন উচ্চশিক্ষা; কুইন্স ইউনিভার্সিটি থেকে। বাংলাদেশের বৃহত্তম এনজিও শক্তি ফাউন্ডেশনের তিনি একজন ব্যবস্থাপনা নির্বাহী। মেধা আর জ্ঞানের গভীরতায় মেলে ধরেছেন নিজেকে। যোগ্যতার স্বাক্ষর রেখেই গোটা এশিয়ায় প্রথম নারী হিসেবে তাকে ঢাকার তাপ নিয়ন্ত্রণে চিফ হিট অফিসার বা প্রধান তাপ কর্মকর্তা হিসেবে ডিএনসিসিতে নিয়োগ দেওয়া হয়েছে।
বিশ্বের বিভিন্ন শহরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় কাজ করা যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টার (আর্শট-রক) এই পদটিতে তাকে বেছে নিলেও, নিয়োগ দিলেও রীতিমতো অপপ্রচার চালানো হচ্ছে ডিএনসিসি না কী এই নিয়োগ দিয়েছে! অর্থাৎ, কন্যাকে নিয়োগ দিয়েছেন মেয়র বাবা! মিথ্যাচারের কী জঘন্য নমুনা। আনন্দের আতিশয্যে কী আটখানা ভাব উচ্চারণকারীদের!
কিন্তু কল্পিত কথার মওকাসন্ধানীরা নিজের বিবেককে প্রশ্ন না করে, নিজের জ্ঞান দিয়ে যাচাই না করেই প্রয়াত কবি শামসুর রহমানের ‘পণ্ডশ্রম’ কবিতার ‘কান নিয়ে গেছে চিলে’ গুজবের মতো কানে হাত না দিয়ে চিলের পেছনে খামোখা ছোটার এই নেতিবাচক প্রবণতা সোশ্যাল মিডিয়ায় দৃশ্যমান হয়ে উঠেছে।
আর তখনই সচেতন এবং বিবেকবান প্রতিটি মানুষের মাঝে প্রশ্ন উঠেছে, একজন জনপ্রিয় নগর সেবকের কন্যা বলেই কী বুশরা আফরিনকে নিয়ে জ্ঞান পাপীরা মনগড়া আর ফরমায়েশী তথ্যে পূর্ণ মিথ্যাচারের চিত্রায়নের মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করলেন? এর পেছনে অপরিণামদর্শী কুৎসিত ধারার নষ্ট রাজনীতির কুশীলবরা রীতিমতো তুবড়ি ছুটিয়ে প্রকারান্তরে অসততা, ছলচাতুরি আর জালিয়াতির মাধ্যমে অপরাধমূলক মানসিকতার নজিরই স্থাপন করলেন।
জানা গেছে, আর্শট-রকফেলার ফাউন্ডেশন বুশরা আফরিনের আগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আরও সাতজন নারীকে চিফ হিট অফিসার পদে নিয়োগ দিয়েছে। যুক্তরাষ্ট্রের মিয়ামি, লস অ্যাঞ্জেলেস, চিলির সান্টিয়াগো, সিয়েরা লিওনের সান্টিয়াগো, গ্রিসের এথেন্স, অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে চিফ হিট অফিসার রয়েছে। তাদের ওয়েবসাইটেই যাবতীয় তথ্য সন্নিবেশিত রয়েছে। তবে বুশরাকে তারা নিয়োগের মাধ্যমে পুরো এশিয়ার মধ্যে ঢাকাতেই প্রথম এই পদে কাউকে নিযুক্ত করলো।
আর্শট-রকফেলার ফাউন্ডেশনের ওয়েব সাইট বলছে, শহরের পরিস্থিতি অনুযায়ী তারা বিভিন্ন কার্যক্রম পরিচালনা ও নীতিমালা প্রণয়ন করেন। সম্প্রতি ডিএনসিসি ও অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশনের মধ্যে একটি সমঝোতা চুক্তি হয়। এর আওতায় ঢাকার তাপমাত্রা কমাতে ডিএনসিসি এবং ফাউন্ডেশনটি যৌথভাবে কাজ করবে। বুধবার (৩ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে এই চুক্তি হয়। সেখানেই ডিএনসিসিতে ‘চিফ হিট অফিসার’ (সিএইচও) নিয়োগ দেওয়ার কথা জানায় অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন।
এ নিয়োগের সঙ্গে ডিএনসিসির কোনো প্রকার প্রাতিষ্ঠানিক বা আর্থিক সংশ্লিষ্টতা নেই বলে ইতোমধ্যেই বিভিন্ন গণমাধ্যমকে জানিয়েছেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রাজা। তিনি বলেন, ‘বুশরা আফরিনের নিয়োগের সঙ্গে ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো প্রকার প্রাতিষ্ঠানিক বা আর্থিক সংশ্লিষ্টতা নেই। যথাযথ যোগ্যতা যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই আর্শট-রক তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছে। এখন চিফ হিট অফিসারের বেতনসহ তার আওতায় যেসব কাজ হবে, সেগুলোর অর্থায়ন করবে আর্শট-রক।’
ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘এ নিয়োগটি সত্যিই আমাদের দেশের জন্য অনেক বেশি গর্বের এবং আনন্দের। কারণ, বুশরা আফরিনই প্রথম এশিয়ার কোনো শহরের চিফ হিট অফিসার। এখন সৃষ্ট সমস্যাগুলোর বৈজ্ঞানিক এবং কারিগরি সমাধান খুঁজে বের করে তার বাস্তবায়নে জোর দেওয়া হবে।’
‘সবুজ ঢাকা’ গড়ার প্রশংসনীয় উদ্যোগ মেয়রের
ঢাকাকে সবুজ করতে দৃশ্যমান উদ্যোগ নিয়েছে ডিএনসিসি। ঢাকায় তীব্র তাপপ্রবাহের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিএনসিসির সঙ্গে অ্যাড্রিয়েন আর্শট-রকফেলার ফাউন্ডেশন রেজিলিয়েন্স সেন্টারের (আর্শট-রকফেলার) মধ্যে এজন্যই সমঝোতা চুক্তি হয়েছে। ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম রাজধানীতে আগামী দুই বছরের মধ্যে দুই লাখ গাছ লাগানোর ঘোষণা দিয়েছেন। ঢাকার তীব্র তাপপ্রবাহের চ্যালেঞ্জ মোকাবিলায় গত বুধবার এই ঘোষণা দেন তিনি। ঢাকার সবুজায়নে মেয়রের এই উদ্যোগ জনমনে প্রশংসা কুড়ালেও এই উদ্যোগ ভেস্তে দিতে অপপ্রয়াস শুরু করেছ্রন কোন কিছু ভালো লাগে না রোগে আক্রান্তরা। এজন্যই পরিকল্পিতভাবে মেয়র কন্যাকে নিয়ে মিথ্যাচার-বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তবে গুজবে কান না দিয়ে নিজের চেনা স্টাইলেই কাজ করে যেতে চান ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।
শোবিজের সঙ্গেও সম্পৃক্ত বুশরা আফরিন
বহুমুখী প্রতিভার অধিকারী বুশরা আফরিন সম্পৃক্ত শোবিজের সঙ্গেও। অভিনয় করেছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। আন্তর্জাতিকভাবে সমাদৃত নুহাশ হুমায়ূনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মশারি’র অন্যতম প্রযোজক তিনি। চলচ্চিত্রটির ট্রেলারের ক্রেডিট লাইনে দেওয়া আছে তার নাম।
এছাড়াও পাঁচ বছর আগে এই পরিচালকের আরেক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘৭০০ টাকা’ মুক্তি পায়। যেখানে একটি বিশেষ চরিত্রে অভিনয়ও করেছিলেন বুশরা আফরিন।
এতে গায়ক-অভিনেতা প্রীতম হাসান ও সাবিলা নূরের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে তাকে। ইউটিউবে থাকা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির ১১ মিনিট ২৪ সেকেন্ড থেকে একটি বিশেষ দৃশ্যে দেখা মেলে বুশরা আফরিনকে।
কালের আলো/বিএএ/এমএইচ