স্তন ও জরায়ু মুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতায় পুনাকের কর্মশালা

প্রকাশিতঃ 9:25 pm | May 06, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) এবং স্বনামধন্য ফার্মাসিউটিক্যালস কোম্পানি ইনসেপটার আয়োজনে জরায়ু ‍মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সচেতনতামূলক শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৬ মে) বিকালে রাজধানীর রমনাস্থ পুনাক ভবনে এ কর্মশালার আয়োজন করা হয়।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রফেসর ডা. রওশন আরা বেগম। বিশেষ অতিথি ছিলেন ডা. রেহেনা আক্তার। সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।

অনুষ্ঠানে পুনাকের সাধারণ সম্পাদিকা নাসিমা আমিন, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের চিকিৎসক ডা. শাহানাজ কুতুবী, ইনসেপটার সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার হোমায়রা ফাতেমা অনন্যা প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডা. রওশন আরা বেগম বলেন, ভ্যাকসিন গ্রহণের মাধ্যমে জরায়ু মুখ ক্যান্সার প্রতিরোধ করা যায়। তিনি এক্ষেত্রে পরিবারকে এগিয়ে আসার আহবান জানান।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী প্রান্তিক এলাকায় কমিউনিটি ক্লিনিক করে দিয়েছেন এ সংক্রান্ত সেবা দেয়ার জন্য। ইপিআই কর্মসূচির মাধ্যমে জরায়ু মুখ ক্যান্সারের ভ্যাকসিন প্রদান নিশ্চিত করার আহবান জানান তিনি।

এ ধরনের কর্মসূচি আয়োজনের জন্য পুনাককে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, পুনাক একটি বিশাল শক্তি, যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে ডা. রেহেনা আক্তার বলেন, প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে স্তন ও জরায়ু মুখ ক্যান্সার শতভাগ নিরাময়যোগ্য। এ ধরনের ক্যান্সারের উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ গ্রহণের অনুরোধ জানান তিনি।

পুনাক সভানেত্রী বলেন, স্তন ও জরায়ু মুখ ক্যান্সার সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়েছে। এ ক্যান্সার প্রতিরোধে সচেতন হওয়ার জন্য তিনি সকলের প্রতি আহবান জানান। পরবর্তীতে পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের নিয়ে ব্যাপক পরিসরে এ ধরনের সেমিনার আয়োজনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

কালের আলো/ডিএস/এমএম