জুনে এশিয়ায় দুটি ম্যাচ খেলবেন মেসিরা

প্রকাশিতঃ 8:57 pm | May 08, 2023

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

জুন মাসে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বাংলাদেশে আনার চেষ্টা চালিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। কিন্তু মাঠ সংকটের কারণে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে ‘না’ করে দিয়েছে বাফুফে

তবে জুনে এশিয়া সফরে আসছে বিশ্বকাপজয়ীরা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, এশিয়া সফরে লিওনেল মেসিদের একটি ম্যাচের প্রতিপক্ষ নিশ্চিত হলেও অন্যটি এখনো হয়নি।

আগামী ১৯ জুন ইন্দোনেশিয়ার সঙ্গে খেলবে আর্জেন্টিনা। তবে এর চার দিন আগে ১৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ কোন দেশ, সেটিই নিশ্চিত হয়নি। ফুটবল সাংবাদিক গাস্তন এদুলের বরাতে টিওয়াইসি জানিয়েছে, ১৫ জুন আর্জেন্টিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়াও হতে পারে, চীনও হতে পারে।

চীনের হওয়ারই বেশি সম্ভাবনা; চীনা ফুটবল ফেডারেশনের সঙ্গে আলোচনা সফল না হলে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে অস্ট্রেলিয়া। দুটি ম্যাচই হচ্ছে ফিফা উইন্ডোতে।

কাতার বিশ্বকাপ জয়ের ছয় মাসের মাথায় আর্জেন্টিনা এশিয়া মহাদেশে ফিরছে। গত ডিসেম্বরে লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে ৩৬ বছর পর বিশ্বকাপ জিতেছিলেন মেসিরা।

আগামী সেপ্টেম্বরেই ২০২৬ বিশ্বকাপের লাতিন অঞ্চলের বাছাইপর্ব শুরু হবে। আর্জেন্টিনার খেলা বলিভিয়া ও ইকুয়েডরের সঙ্গে। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় যৌথভাবে হবে আগামী বিশ্বকাপ।

কালের আলো/এআইএ