ক্রীড়া অন্ত:প্রাণ প্রধানমন্ত্রীকে নবমাত্রায় উপস্থাপন সেনাপ্রধানের

প্রকাশিতঃ 11:29 pm | May 13, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

রঙিন সাজে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়াম। এখানেই জমকালো আয়োজনে পর্দা ওঠেছে ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট’র। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৩৪টি ব্যাংক দলের মার্চপাস্ট, দর্শনীয় ডে-লাইট ফায়ারওয়ার্কস বা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান- কী ছিল না উদ্বোধনী অনুষ্ঠানে।

শনিবার (১৩ মে) বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রধান অতিথি হিসেবে এই টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের (বিওএ) সভাপতি জেনারেল ড.এস এম শফিউদ্দিন আহমেদ। নেতৃত্বগুণ, দূরদর্শিতা, মেধা ও প্রজ্ঞায় অনন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের হৃদয়ের শুভকর্মের প্রদীপ্ত চৈতন্যে ধারণ করে বরাবরের মতো এবারও নবমাত্রায় উপস্থাপন করেন তিনি।

মহান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতোই অবিকল, ক্রীড়া অন্ত:প্রাণ শেখ হাসিনাই দেশের ক্রীড়াঙ্গণের সব অর্জন ও গৌরবের সূঁতিকাগারও বলে মনে করেন বিওএ সভাপতি। এ সময় তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর ক্রীড়াঙ্গনের প্রতি ভালোবাসা, উৎসাহ ও সর্বাত্নক পৃষ্ঠপোষকতা এই দেশের ক্রীড়াঙ্গনের সাফল্যের চাবিকাঠি। তার নামে এই টুর্নামেন্টের নামকরণ দেশের খেলাধুলায় একটি নতুন মাত্রা যোগ করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’

সেনাপ্রধান আরও বলেন, ‘এই টুর্নামেন্ট দেশের খেলোয়াড়দের উৎসাহিত করা ও খেলাধুলার মান সার্বিকভাবে বৃদ্ধিতে সহায়তা করবে। এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিভিন্ন ব্যাংকের সদস্যদের ফুটবলের প্রতি বিশেষ অনুরাগ ও স্পৃহা অন্যদের উৎসাহিত করবে বলে আমি মনে করি।’

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস (বিএবি) প্রথমবারের মতো এই ফুটবল টুর্নামেন্ট’র আয়োজন করেছে। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএবি’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মজুমদার।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান, সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, বিএবি ও এফবিসিসিআই’র সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ ও শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট’র আয়োজক কমিটির সদস্য সচিব ড. চৌধুরী নাফিজ সরাফাত।

অনুষ্ঠানে শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট’র আয়োজক কমিটির চেয়ারম্যান একেএম নুরুল ফজল বুলবুল, বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে গত ৬ মে চলতি বছরের ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট’র লোগো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক সহযোগিতায় ৩৩টি ব্যাংক দলের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে।

কালের আলো/এমএএএমকে