সুপেয় পানির টেকসই সমাধান, গ্রামীণ জীবনমান উন্নয়নের প্রতিশ্রুতি এমপি সালাম মূর্শেদীর
প্রকাশিতঃ 7:30 pm | May 27, 2023
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
গ্রীষ্মের সময়টিতে রূপসা উপজেলার বিভিন্ন ইউনিয়নে সুপেয় খাবার পানির জন্য হাহাকার; তীব্র সঙ্কট। বর্ষা থেকে আশ্বিনের মাঝামাঝি পর্যন্ত তাঁরা বাধ্য হয়েই বৃষ্টির পানি পান করেন। এরপর জমিয়ে রাখা বৃষ্টির পানি দিয়ে কয়েক দিন চলেন। তবে বেশির ভাগ পরিবারের পানি জমিয়ে রাখার বড় পাত্র বা ট্যাংক নেই।
আবার কোথাও এক কলসি পানি আনতে ছুটতে হয় দুই থেকে চার কিলোমিটার। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হয় দীর্ঘ লাইনে। দিনদিন প্রকট হচ্ছিল অবস্থা। অবশেষে সমস্যার টেকসই সমাধান করলেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। শনিবার (২৭ মে) বেলা ১১ টায় রূপসা উপজেলা অফির্সাস ক্লাব চত্বরে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ৫ টি ইউনিয়নে ৬০০ পরিবারের মাঝে ৩ হাজার লিটারের জলাধার (পানির ট্যাংক) বিতরণ করেছেন তিনি।
জলবায়ু পরিবর্তন ও দুর্যোগের ফলে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন জীবিকার মানোন্নয়নে ও আর্সেনিকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন উপহারে অবসান হলো স্থানীয় বাসিন্দাদের দুরাবস্থার। গ্রামীণ অবকাঠামোতে সুপেয় পানির সরবরাহ ব্যবস্থার এমন উন্নতির বিষয়টি গুরুত্ব দিয়ে স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী গ্রামীণ জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের দৃঢ় প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে আমরা কাজ করে যাচ্ছি। দরিদ্র ও বিপন্ন জনগোষ্ঠীর কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার সামাজিক নিরাপত্তাবলয়ের কর্মসূচির আওতায় দরিদ্রদের জন্য বিভিন্ন ধরনের ভাতার ব্যবস্থা করেছে। চিকিৎসা ভাতা থেকে শুরু করে বিধবা ভাতা, বয়স্কভাতা, মাতৃত্বকালীন ভাতা, প্রতিবন্ধিভাতাসহ নানাভাবে সহযোগিতা করছে।’
রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর জাহান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো:শাহিন, জেলা আওয়ামীলীগ নেতা আ ফ ম আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মো: রাসেল প্রমুখ।
কালের আলো/এমএএএমকে