রূপসায় আলো ছড়াচ্ছে ‘তথ্য আপা’; প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়নে গুরুত্ব এমপি সালাম মূর্শেদীর
প্রকাশিতঃ 5:30 pm | May 28, 2023
বিশেষ সংবাদদাতা, কালের আলো:
স্থানীয়ভাবে তাঁরা পরিচিত ‘তথ্য আপা’ নামে। প্রত্যন্ত গ্রামের নারীদের উপজেলা পরিষদের তথ্য কেন্দ্রে বসে বিভিন্ন সেবা ও পরামর্শ দেন। পাশাপাশি নিয়মিত উঠান বৈঠক করেন গ্রামে গ্রামে। বিনা খরচায় অনলাইনে চাকরির আবেদন, জন্মনিবন্ধন থেকে শুরু করে তথ্যপ্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ, বিনা মূল্যে ডায়াবেটিকস ও রক্ত পরীক্ষাসহ প্রাথমিক চিকিৎসা সেবাও দিচ্ছেন। খুলনার রূপসা উপজেলায় জনপ্রিয়তা পেয়েছে, সাড়া ফেলেছে তাদের বহুমাত্রিক এমন কর্মযজ্ঞ।
নারীদের ক্ষমতায়ন ও সমাজের পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করতে সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন’ প্রকল্প। মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের এই প্রকল্প বাস্তবায়ন করছে জাতীয় মহিলা সংস্থা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্যোগের মধ্যে ডিজিটাল বাংলাদেশ ও নারীর ক্ষমতায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ায় ‘তথ্য আপা’ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) মাধ্যমে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করতে শনিবার (২৭ মে) দুপুরে স্থানীয় রূপসা উপজেলার কাজদিয়া ঈদগাহ চত্বরে বিশেষ উঠান বৈঠক করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মূর্শেদী। বৈঠকে প্রায় দু’শতাধিক নারীর অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী এই উদ্যোগ সমাজের তৃণমূল নারীদের মধ্যে তথ্য সেবা পৌঁছে দিতে ‘তথ্য আপা’ প্রকল্প অগ্রণী ভূমিকা পালন করছে বলে মনে করেন আব্দুস সালাম মূর্শেদী। গুরুত্বপূর্ণ এই প্রকল্পটি গ্রামীণ নারীদের তথ্যপ্রযুক্তি সম্পর্কে সচেতন করছে ও তাদের দৈনন্দিন নানা সমস্যার সমাধানেও সাহায্য করছে বলেও মন্তব্য করেন তিনি।
সরকার দলীয় এই সংসদ সদস্য উদাহরণ টেনে বলেন, ‘গ্রামে এখনও বাল্যবিবাহের প্রবণতা রয়েছে। অনেক পিতা-মাতা অন্ধভাবে বিশ্বাস করে, মেয়েরা চাকরি করতে পারবে না, অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারবে না। তাঁরা পরিবারের বোঝা। কিন্তু তাদের এই ধারণা ভুল। নারীর অর্থনৈতিক ক্ষমতায়নের জায়গাটি প্রধানমন্ত্রী সুসংহত করেছেন। ঘরে-বাইরে নারীরা আজ প্রতিষ্ঠিত। নারীরা আজ যথাযথ শিক্ষায় শিক্ষিত হয়ে দক্ষতার সাথে জাতীয় অর্থনীতিতে অবদান রেখে চলেছে। নারীকে তার নিজের অবস্থান ও মানসিক ক্ষমতায়নের জন্য পারিবারিক এবং সামাজিকভাবে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
স্থানীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী আরও বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আইসিটি খাতে নারীর ক্ষমতায়নে নানা পদক্ষেপ গ্রহণ করেছেন। বাংলাদেশের ডিজিটাল রূপান্তরের ফলে অনলাইনে নারীদের অংশগ্রহণ ও ক্ষমতায়ন বেড়েছে। তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন’ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) মাধ্যমে গ্রামের অনেক বেকার নারী স্বনির্ভর ও উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন। এটি আমাদের জন্য নি:সন্দেহে আনন্দের বার্তা।’
স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কোহিনুর জাহান বিশেষ উঠান বৈঠকে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা তথ্য কর্মকর্তা দিলশান আরা। উঠান বৈঠকে তাঁরা জানান, তথ্যকেন্দ্রে ইন্টারনেটের মাধ্যমে ‘তথ্য আপা’ যোগাযোগ, বিভিন্ন বিশেষজ্ঞদের মতামত গ্রহণ, প্রাথমিক স্বাস্থ্যসেবা, উপজেলার সরকারি সেবাগুলোর সহজলভ্যতা নিশ্চিতসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ নারীদের সহায়তা করে চলেছে। ল্যাপটপ ব্যবহারের মাধ্যমে গ্রামে গ্রামে শিক্ষা, স্বাস্থ্য, আইন, ব্যবসা, জেন্ডার এবং কৃষিবিষয়ক বিভিন্ন তথ্যসেবাও প্রদান করছেন। একই সঙ্গে গ্রামীণ নারীদের স্বাস্থ্যগত সমস্যা, বাল্যবিয়ে, নারীর বিরুদ্ধে সহিংসতা, চাকরি সংক্রান্ত তথ্য, আইনগত সমস্যা এবং ডিজিটাল সেবাগুলোর নানা দিক (ই-মেইল, ভিডিও কনফারেন্স) সম্পর্কে অবহিত করছেন।
উঠান বৈঠকে সেবা পাওয়া একাধিক নারী এই কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘তথ্য আপারা শিক্ষা, চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে আমাদের পরামর্শ ও সেবা দিচ্ছে। বসতবাড়ির পরিত্যক্ত জমিতে সবজি, পুকুরে মাছ ও বাড়িতে গবাদি পশু লালন-পালন করে কীভাবে স্বাবলম্বী হওয়া যায় বিনা মূল্যে এসব পরামর্শে আমরা উপকৃত হচ্ছি।’
এ সময় খুলনা জেলা আওয়ামী লীগ সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
কালের আলো/আরআই/এমএএএমকে