‘ডোর টু ডোর’ সেবা দিচ্ছে ‘তথ্য আপা’, সেবাগ্রহীতাদের ভাষ্যে সন্তুষ্ট এমপি মূর্শেদী!

প্রকাশিতঃ 9:21 pm | June 12, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

রূপসা উপজেলার পর তেরখাদা উপজেলা। গ্রামীণ নারীদের তথ্যপ্রযুক্তির সহায়তায় ক্ষমতায়িত করতে সরকারের বিশেষ প্রকল্প ‘তথ্য আপা’র সেবাগ্রহীতাদের মুখোমুখি সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। অনলাইনে জন্ম নিবন্ধন ফরম পূরণসহ সরকারি সেবাগুলোর সহজলভ্যতা, কৃষিবিষয়ক ও প্রাথমিক স্বাস্থ্যসেবা, ই-কমার্সসহ ইত্যাকার বিষয়ে নিজ নির্বাচনী এলাকার গ্রামীণ নারীরা কেমন সহায়তা পাচ্ছেন এসব বিষয়ে সরাসরি তাদের মতামত জেনেছেন। অবলোকন করেছেন ‘তথ্য আপা’র সঙ্গে সেবাগ্রহীতার কথোপকথন।

আধুনিক প্রযুক্তি সম্পর্কে সচেতন হয়ে ওঠা গ্রামীণ তৃণমূল নারীরা সমস্বরেই নিজেদের এই ‘অভিভাবক’কে বললেন, ‘প্রযুক্তিগত জ্ঞানে তারা আর পিছিয়ে নেই। উঠান বৈঠক, মুক্ত আলোচনা ও সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তথ্য আপা প্রকল্প জীবনে আলোকিত ও নতুন ভোরের সূচনা করেছে। সমাধান হচ্ছে নিজেদের দৈনন্দিন নানা সমস্যার।’ ‘ডোর টু ডোর’ সেবাপ্রাপ্তির এমন কর্মযজ্ঞে সন্তুষ্ট খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদীও। এসব ঘটনাপ্রবাহ রোববার (১১ জুন) সকালের। যেখানে প্রায় দু’শতাধিক নারীর উপস্থিতি কেড়েছে নজর।

স্থানীয় তেরখাদা ইউনিয়নের ইউপি সদস্য জাহাঙ্গীরের উঠানে ‘তথ্য আপা’ প্রকল্পের উদ্যোগে বিশেষ উঠান বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অগ্রাধিকারমূলক এই প্রকল্পের উচ্ছ্বসিত প্রশংসা করেন সংসদ সদস্য সালাম মূর্শেদী। এ সময় তিনি বলেন, ‘পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যেই প্রকল্পটি গ্রহণ ও বাস্তবায়ন করছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এটি একটি ইউনিক প্রকল্প। এর লক্ষ্য এক কোটি নারীকে সেবার আওতায় নিয়ে আসা।’

খুলনা-৪ আসনের এই সংসদ সদস্য আরও বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী দেশের নারী সমাজের উন্নয়ন ও ক্ষমতায়নে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি বিশ্বাস করেন নারীর ক্ষমতায়ন ও উন্নয়ন ছাড়া দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। তিনি দেশের অর্ধেক জনগোষ্ঠী নারীদের আধুনিক প্রযুক্তির সঙ্গে পরিচয় করিয়ে, প্রযুক্তিকে তাদের বিভিন্ন সমস্যা সমাধানের হাতিয়াররূপে ব্যবহার করে তাদের জীবনমান আরো সহজ, সুন্দর এবং উন্নত করেছেন। আজকে উঠান বৈঠক থেকে এই বিষয়টি প্রমাণিত হয়েছে।’

উঠান বৈঠকে তথ্য আপা তাছলিমা খাতুন বলেন, ‘তথ্য আপা প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের বিভিন্ন সেবা দেওয়ার পাশাপাশি তাঁরা নিয়মিত গ্রামে গ্রামে ঘুরে উঠান বৈঠক করেন। উঠান বৈঠকের মাধ্যমে তাঁরা মানুষকে বিভিন্ন সরকারি প্রকল্পের খবর, প্রাথমিক সেবা ও পরামর্শ দিচ্ছেন। তাঁদের পরামর্শে গ্রামের অনেক বেকার নারী স্বনির্ভর ও উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।’

তথ্য আপা তাছলিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ শহীদুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমা খান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম, অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এফএম অহিদুজ্জামান প্রমুখ।

জানা যায়, নারীদের ক্ষমতায়নে নিয়ামকের ভূমিকা পালন করা ‘তথ্য আপা: ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন’ প্রকল্পের (দ্বিতীয় পর্যায়) খুলনা-৪ আসনে ব্যাপক সাড়া ফেলেছে। নিজ নির্বাচনী এলাকায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পটি মনিটরিং করছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মূর্শেদী নিজে। এর আগে তিনি গত শনিবার (২৭ মে) দুপুরে স্থানীয় রূপসা উপজেলার কাজদিয়া ঈদগাহ চত্বরে ‘তথ্য আপা’ প্রকল্পের বিশেষ উঠান বৈঠক করেন।

কালের আলো/এমএএএমকে