আম কূটনীতিতে ঝুঁকেছে সরকার
প্রকাশিতঃ 2:47 pm | June 14, 2023
কালের আলো রিপোর্ট:
এবারও আম কূটনীতিতে ঝুঁকেছে সরকার। বিভিন্ন দেশের সরকারপ্রধান ও রাজনীতিককে উপহার দেওয়া হচ্ছে আম। বাদ যাচ্ছেন না প্রতিবেশী দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীও। প্রতিবারই প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমের মৌসুমে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের আম উপহার দিয়ে দেন। ব্যতিক্রম ঘটেনি এবারও। এই উপহার দেশসমূহের সঙ্গে বন্ধুত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক আরও জোরদার করবে বলে আশা করা হচ্ছে।
জানা যায়, গত সোমবার (১২ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য ২৪০টি কার্টনে করে ১ হাজার ২০০ কেজি হাঁড়িভাঙা আম উপহার পাঠান।
ওইদিন দুপুরে বেনাপোল পেট্রাপোল বন্দরের আমদানি-রপ্তানি গেটের ‘নো ম্যানস ল্যান্ডে’ খালাসপ্রক্রিয়া সম্পন্ন হয়।
মঙ্গলবার (১৩ জুন) বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উপহার হিসেবে মৌসুমী আম পাঠিয়েছেন। তিনি ভারতের জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী এবং অন্যান্য ভারতীয় বিশিষ্ট ব্যক্তিদেরও আম উপহার দেন।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুভেচ্ছা স্মারক হিসেবে ভারতের বিশিষ্ট ব্যক্তিদের আম উপহার দিয়েছেন। চলতি বছর হিমসাগর এবং ল্যাংড়ার মতো জনপ্রিয় জাতের আম উপহার হিসেবে দেয়া হয়েছে, যা মূলত রাজশাহী থেকে সংগ্রহ করা হয়। রাজশাহী অঞ্চলটি উন্নত মানের সুস্বাদু আম উৎপাদনের জন্য বিখ্যাত। নয়াদিল্লীস্থ বাংলাদেশ হাই কমিশন বিশিষ্ট ব্যক্তিদের অফিসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উপহার পৌঁছে দেন।
সূত্র জানায়, পর্যায়ক্রমে প্রতিবেশী অন্যান্য দেশের শীর্ষ নেতারাও প্রধানমন্ত্রীর আম উপহার পাবেন। ভুটানের রাজা, প্রধানমন্ত্রী, মালদ্বীপের প্রেসিডেন্ট, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে গতবারও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আম উপহার পাঠানো হয়েছিল।
এদিকে, প্রতিবেশী দেশ ছাড়াও সুদূর মধ্যপ্রাচ্যের দেশগুলোর শীর্ষ নেতাদের জন্যও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আম উপহার পাঠানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এসব দেশের মধ্যে রয়েছে সৌদি আরব, আরব আমিরাত, কাতার, বাহারাইন, জর্ডান ও কুয়েত।
প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের আমের মধ্যে রয়েছে প্রধানত হাঁড়িভাঙা আম। প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ি রংপুর এলাকার বিখ্যাত আম হাঁড়িভাঙা অত্যন্ত সুস্বাদু। এই হাড়িভাঙা আমই বেশির ভাগ শীর্ষ নেতাদের পাঠানো হচ্ছে। তবে এর বাইরে হিমসাগর, ফজলি ও ল্যাংড়া আমও প্রধানমন্ত্রীর উপহারের তালিকায় রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, কিছু দেশে উপহার হিসাবে আম পাঠানো হচ্ছে। আর কিছু দেশে পাঠানো হবে আমের বাজার ধরার জন্য। এর ফলে আম কূটনীতি বাংলাদেশের অর্থনীতিতে সুফল বয়ে আনবে বলে মনে করছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
কালের আলো/এমকে/আরআই