স্বাভাবিক হয়েছে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম

প্রকাশিতঃ 11:35 am | June 17, 2023

তথ্যপ্রযুক্তি ডেস্ক, কালের আলো:

দুই ঘণ্টারও বেশি সময়ের বিভ্রাটের পর ফের স্বাভাবিক হয়েছে ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম অ্যাপ।

আউটেজ-ট্র্যাকিং ওয়েবসাইট ডাউন ডিটেক্টরের তথ্য অনুযায়ী, বিভ্রাটের এক পর্যায়ে প্রায় ২০ হাজার ব্যবহারকারী তিনটি অ্যাপ ব্যবহার করতে সমস্যায় পড়েছিলেন।

তবে সমস্যা শুরুর ঘণ্টা দুয়েক পর ডাউন ডিটেক্টেরে চিহ্নিত বিভ্রাটের সংখ্যা ৫০০তে নেমে আসে।

মেটার অ্যাড ম্যানেজারে যে বিভ্রাট দেখা দিয়েছিল সেটাও স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সূত্র : রয়টার্স।

কালের আলো/এমএএইচইউ