অবৈধ আইপিটিভি বন্ধে অভিযান অব্যাহত রাখার আহ্বান বিএফইউজের
প্রকাশিতঃ 8:57 pm | June 27, 2023
কালের আলো রিপোর্ট:
অবৈধ আইপিটিভ-ইউটিউব চ্যানেল বন্ধে সরকারের অভিযানকে স্বাগত জানিয়েছে বাংলাদেশে ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।
মঙ্গলবার (২৭ জুন) সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘বিএফইউজে-বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে জানাচ্ছে যে, আমাদের দাবির পরিপ্রেক্ষিতে দেশের আইন ও নীতিমালা অনুযায়ী সরকার চাঁদাবাজি, ব্ল্যাকমেইলিং ও হয়রানিতে জড়িত অবৈধ আইপিটিভি, ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে যে অভিযান পরিচালনা করছে সে জন্য কর্তৃপক্ষকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।’
বিজ্ঞপ্তিতে সারা দেশে ওই অভিযান জোরদার ও অব্যাহত রাখার আহ্বানও জানায় সংগঠনটি। বলা হয়, ব্যক্তিগত স্বার্থে সাংবাদিকতার নামে চাঁদাবাজি, হুমকিসহ নানা অপরাধে জড়িত অবৈধ আইপিটিভি, ক্যাবল টিভি ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে এই কার্যক্রম অব্যাহত রাখা দরকার।
সেই সঙ্গে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে অসত্য তথ্য, গুজব ও অপপ্রচার যারা জড়িত তাদের বিরুদ্ধেও দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।
কালের আলো/বিএএ/এমএইচ