সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে যুবক গ্রেপ্তার
প্রকাশিতঃ 7:13 pm | July 03, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নেত্রকোণার মদনে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলার প্রধান আসামি তাইম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব।
রবিবার দিবাগত রাত ৩টার দিকে গাজীপুরের রাজেন্দ্রপুরে গাজীর মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক (অপারেশন ও মিডিয়া) মো. আনোয়ার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
গ্রেপ্তার তাইম নেত্রকোণার মদন থানার কাইটাইল গ্রামের মুরতুজ আলীর ছেলে।
র্যাব জানায়, গত ২৫মে ভুক্তভোগীর মা মেয়েকে ঘরে রেখে গোসল করছিলেন। সে সময় শিশুটির আপন চাচা তাকে মোবাইলে ভিডিও দেখানোর কথা বলে অন্য ঘরে নিয়ে ধর্ষণ করে। এ ঘটনার পর ২৭ মে মদন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন মামলা দায়ের করেন তার বাবা।
গ্রেপ্তার আসামীকে নেত্রকোণা জেলার মদন থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলেও জানায় র্যাব।
কালের আলো/এমএএইচইউ