তামিম সিদ্ধান্ত পরিবর্তন করলে খুশি হবো : পাপন
প্রকাশিতঃ 10:11 am | July 07, 2023
ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন টাইগার ক্রিকেটার তামিম ইকবাল। এরপর সারাদিনে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে কোনো কথা বলেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কর্তা। তবে দিবাগত রাত ১২টার পর জরুরি সভা শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এ সময় তিনি জানান, তামিমের ভাই নাফিস ইকবালের মাধ্যমে মেসেজ পাঠিয়েছেন তিনি এবং তাকে দেওয়া সেই মেসেজের উত্তরের অপেক্ষায় রয়েছেন। এমনকি তামিম যদি সিদ্ধান্ত পরিবর্তন করেন তাহলে খুশি হবেন তিনি। পাপন বলছিলেন, ‘আমাকে অপেক্ষা করতে হবে। তার কাছ থেকে একটা রেসপন্স আসে কি না। কথা বলে যদি একটা সমাধান করা যায়। তামিম এখনো গুরুত্বপূর্ণ, অত্যন্ত দরকার আমাদের তাকে ওয়ানডে দলে। যদি সে তার সিদ্ধান্ত পরিবর্তন করে তাহলে আমি খুশি হবো। আমরা সেটার জন্য অপেক্ষা করব।’
এছাড়া এই মুহূর্তেও বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক হিসেবে তামিম ইকবালই রয়েছেন এমনটি মনে করেন পাপন। তিনি বলেন, ‘আমাকে যদি এখনো জিজ্ঞেস করেন বিশ্বকাপের জন্য, এশিয়া কাপের জন্য তাহলে তামিম সঠিক পছন্দ। আমরা অপেক্ষা করব তার জন্য।’
বিসিবি সভাপতি বলেন, এখনও আমাদের কাছে ওডিআইয়ের অধিনায়ক তামিম। এখন অবধি সেটা আছে। কোনো কারণে তামিম না খেললে ভাইস ক্যাপ্টেন (লিটন দাস) রান করবে।
কালের আলো/এমএএইচইউ