প্রধানমন্ত্রীর ডাকে গণভবনে তামিম

প্রকাশিতঃ 4:09 pm | July 07, 2023

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:

সবাইকে হতভম্ব করে তামিম ইকবাল আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। তার এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারেনি বাংলাদেশের ক্রিকেট মহল। তাকে ফেরার কথা বিবেচনা করতে বলেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাও তাকে ডেকেছেন। তার ডাকে সাড়া দিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছেন বাঁহাতি ওপেনার।

মূলত সাবেক অধিনায়ক ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি মুর্তজার পরামর্শে তামিম প্রধানমন্ত্রীর বাসভবনে গেছেন। শেখ হাসিনার কথায় তার সিদ্ধান্ত বদলে যাবে কি না সেটাই দেখার অপেক্ষায় দেশের ক্রিকেট গোষ্ঠী। শুক্রবার বিকালের দিকে গণভবনে গেছেন তামিম।

এর আগে তামিমের হুট করে নেওয়া সিদ্ধান্তে বৃহস্পতিবার রাতে জরুরি সভা ডাকে বিসিবি। সভার পর সংবাদ মাধ্যমকে বিসিবি সভাপতি বলেছেন, ‘আমরা চাই তামিম সিদ্ধান্ত বদল করে ফিরে আসুক। তাহলে খুশি হবো।’

তিনি আরও বলেছেন, ‘তামিমের সংবাদ সম্মেলনের পর যোগাযোগ করেও তাকে পাইনি। তার পর তার ভাই নাফীসের মাধ্যমে বার্তা দিয়েছি। কিন্তু কোনও উত্তর পাইনি। আমরা তার উত্তরের অপেক্ষায়।’

কালের আলো/এমএইচ/এসবি