নির্বাচনসহ বিভিন্ন আইন নিয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠকে ইইউ
প্রকাশিতঃ 5:08 pm | July 11, 2023
নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
নির্বাচনী আইনসহ দেশের বিভিন্ন আইন নিয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল।
মঙ্গলবার (১১ জুলাই) দুপুর দুইটার দিকে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ বৈঠক হয়।
ইইউ প্রতিনিধিদলের নেতা চেলেরি রিকার্ডোসহ তাদের দলের সদস্যদের সঙ্গে বৈঠকে ছিলেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মোহাম্মদ মোরশেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী।
বৈঠকের সময় অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের সামনে বিএনপিপন্থি আইনজীবীরা গণতন্ত্র ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ইংরেজি ভাষায় বিভিন্ন স্লোগান দেন।
পরে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, তারা নির্বাচনী আইন সংক্রান্ত বিষয়ে কথা বলেছেন। নির্বাচনকালীন আরপিও আইন, ফৌজদারি আইন ও দেওয়ানী আইন এবং নাগরিকদের অধিকারের যে আইনগুলো আছে সেগুলো সম্পর্কে জানতে চেয়েছেন। জেনারেলি বাংলাদেশের আইনগুলো সম্পর্কে জানতে চেয়েছেন।
আপনি কী বলেছেন এমন প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, আইনগুলো কী আছে না আছে সেগুলো বলেছি।
বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছে ইইউ প্রাক নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদল। ইইউ প্রতিনিধিদলের প্রতিনিধি দলের নেতা চেলেরি রিকার্ডো এবং সদস্য মেরি-হেলেন অ্যান্ডারলিন রোববার (৯ জুলাই) ভোরে ঢাকায় আসেন। ইইউ ছয় সদস্যের প্রতিনিধিদলের চারজন সদস্য দুই ভাগে ৮ জুলাই ঢাকায় আসেন।
৮ থেকে ২৩ জুলাই এ সফরে মূল নিবার্চন পর্যবেক্ষণ মিশনের কর্মপরিধি, পরিকল্পনা, বাজেট, লজিস্টিক্স ও নিরাপত্তা–ইত্যাদি বিষয় মূল্যায়ন করবে প্রতিনিধিদলটি।
ইউরোপীয় জোটের পররাষ্ট্র বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ জোসেফ বোরেলের কাছে তারা তাদের প্রতিবেদন জমা দেবে। প্রতিবেদনের আলোকে বাংলাদেশের নির্বাচনে পর্যবেক্ষক পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে ইইউ। এর মধ্যে তারা আওয়ামী লীগ, নির্বাচন কমিশন, মানবাধিকার কমিশনসহ বিভিন্ন সংস্থা ও প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছে।
কালের আলো/এমএইচ/এসবি