ডেঙ্গু নিয়ে ৬৮টি কারাগারে সতর্কতা, অ্যান্টি-ডেঙ্গু টিম গঠনের নির্দেশ

প্রকাশিতঃ 12:37 am | July 15, 2023

বিশেষ সংবাদদাতা, কালের আলো:

ঢাকা মহানগরীসহ সারা দেশে ডেঙ্গু জ্বর প্রকট আকার নিয়েছে। ডেঙ্গু জ্বর প্রতিরোধকল্পে প্রয়োজনীয় সকলের সচেতনতা সৃষ্টি ও সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ একান্ত জরুরি হয়ে পড়েছে। ইতোমধ্যেই দেশের ৬৮টি কারাগারে ডেঙ্গু নিয়ে সতর্কতা জারি করা হয়েছে। কারাগারগুলোকে ডেঙ্গুমুক্ত রাখতে সকাল-বিকেল ওষুধ ছিটানো হচ্ছে। তবে এখন পর্যন্ত বন্দি ও কারাগারে কোনো কর্মকর্তা ও কারারক্ষীদের মধ্যে কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়নি।

জানা যায়, কারাগারে ডেঙ্গুর ভয়াবহতা রোধে আগেভাগেই কার্যকর উদ্যোগ গ্রহণ করেছেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক। ডেঙ্গুর বংশবিস্তার ঠেকাতে কারা স্থাপনার চারপাশ পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে বলেছেন। তাঁর নির্দেশে সম্প্রতি অতিরিক্ত কারা মহাপরিদর্শক কর্নেল শেখ সুজাউর রহমান স্বাক্ষরিত একগুচ্ছ নির্দেশনায় দেশের ৬৮টি কারাগারে সতর্কতা জারি করা হয়।

ওই নির্দেশনায় বলা হয়েছে— বর্তমানে সারা দেশে ডেঙ্গু রোগের সংক্রমণ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। কারাগারগুলোতে যথাসময়ে যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নিশ্চিত করার মাধ্যমে এই রোগ প্রতিরোধ করা বা নিয়ন্ত্রণে রাখা আবশ্যক। কারা কর্মকর্তা ও কর্মচারী এবং বন্দিদের নিরাপদ রাখতে নির্দেশনাগুলো দরবার বা রোল কলের সময় প্রতিপালনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

কারা সূত্র জানায়, নির্দেশনায় কারা স্থাপনাগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি প্রতিরোধমূলক সকল ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে প্রতিটি কারাগারে একজন কর্মকর্তার নেতৃত্বে অ্যান্টি-ডেঙ্গু টিম গঠন করারও নির্দেশনা দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রায় ৯ হাজারের মতো বন্দি রয়েছে। পুরো কারাগারে দৈনিক মজুরিতে নিয়োগপ্রাপ্ত লোকজন পরিষ্কারের পাশাপাশি সকাল বিকেল মশা নির্মূলের জন্য মেশিন দ্বারা স্প্রে করে থাকে। তাদের কারা অধিদপ্তর থেকে মশা নির্মূলে ট্রেনিং দেওয়া হয়েছে।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম বলেন, ‘কেন্দ্রীয় কারাগার সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়। প্রতিদিন এই পরিষ্কারের জন্য মনিটরিং করা হয়। কারাগারে সকাল বিকেল মশা নির্মূলের জন্য ওষুধ ছিটানো হয়। ইনশাল্লাহ এখন পর্যন্ত ঢাকা কেন্দ্রী কারাগার (কেরানীগঞ্জ) ডেঙ্গু মুক্ত। পরিষ্কার-পরিচ্ছন্ন দিকে খেয়াল রাখলেই ডেঙ্গু মশা থেকে মুক্ত পাওয়া যাবে।’

কারাগারের অপর একটি সূত্র জানান, শুধু পরিষ্কার বা দুই বেলা মশা নির্মূলের জন্য ওষুধ ছিটানোর পাশাপাশি বন্দিদের প্রতি কড়া নির্দেশ আছে। পরিষ্কার-পরিচ্ছন্নভাবে থাকতে হবে। কোনোরকম কোথাও পানি জমতে দেওয়া যাবে না। কারাগারে লোকজনদের পাশাপাশি কয়েদি ও হাজতিরা এই মশা নির্মূলের জন্য প্রতিদিন কাজ করে থাকেন।

সামগ্রিক বিষয়ে কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম আনিসুল হক কালের আলোকে বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রতিটি কারাগারে সতর্কতা জারি করা হয়েছে। এডিস মশা নিধনে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজ নিজ জায়গা থেকে সতর্কতা এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

কালের আলো/এমএএএমকে