অনার্স ৪র্থ বর্ষের পরীক্ষা পেছানোর দাবিতে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান

প্রকাশিতঃ 9:58 pm | February 05, 2018

স্টাফ রিপোর্টার:

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ঘোষিত রুটিন পরিবর্তন করে পরীক্ষা পেছানোর দাবিতে ময়মনসিংহ জেলা প্রশাসকের মাধ্যমে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. বেলায়েত হোসেন এ স্মারকলিপি গ্রহন করেন।
পরে সরকারি আনন্দমোহন কলেজ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ ও নাসিরাবাদ কলেজের শিক্ষার্থীরা স্ব স্ব কলেজের অধ্যক্ষের মাধ্যমে ভিসি বরাবর স্মারকলিপি প্রদান করে।
এর আগে, একই দাবিতে গতকাল রোববার (৪ ফেব্রুয়ারি) মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে তারা।