স্মার্টফোনে একাধিক হোয়াটসঅ্যাপ ব্যবহার করবেন যেভাবে
প্রকাশিতঃ 7:47 pm | August 02, 2023
টেক ডেস্ক, কালের আলো:
বিভিন্ন প্রয়োজনে অনেকেই প্রতিদিন হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। কিন্তু একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে সামাজিক ও ব্যবসায়িক যোগাযোগ করলে ভিন্ন ভিন্ন ধরনের বার্তা আসায় বিড়ম্বনার মুখোমুখি হতে হয়।
এ সমস্যা সমাধানে অনেকে একাধিক স্মার্টফোনে আলাদা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করেন। এতে সমস্যার সমাধান হলেও দুটি অ্যাকাউন্টের সব বার্তা সময়মতো দেখা যায় না। তবে চাইলেই একই স্মার্টফোনে হোয়াটসঅ্যাপের একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যায়।
একই স্মার্টফোনে একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহারের জন্য প্রথমে গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ এবং হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপ দুটি নামাতে হবে। এরপর দুটি নম্বর দিয়ে দুটি অ্যাকাউন্ট চালু করলে একই স্মার্টফোনে একটি সাধারণ ও একটি বিজনেস অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। এ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাপের অ্যাকাউন্টটি বিজনেস অ্যাকাউন্ট হিসেবে প্রদর্শিত হবে।
বিজনেস অ্যাকাউন্ট ছাড়াও একই স্মার্টফোনে দুটি সাধারণ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যায়। এ জন্য প্রথমে ফোনের সেটিংস থেকে অ্যাডভান্সড অপশনে ক্লিক করতে হবে। এবার ডুয়াল মেসেঞ্জার নির্বাচন করে পরবর্তী পেজে থাকা হোয়াটসঅ্যাপ অপশন ট্যাপ করে টগল চালু করতে হবে।
টগল চালুর পর হোয়াটসঅ্যাপের কপি অ্যাপ ডাউনলোডের পপআপ বার্তা দেখা গেলে ইনস্টল বাটনে ক্লিক করতে হবে। পরবর্তী পেজে কপি হোয়াটসঅ্যাপ অ্যাপে আলাদা ফোন নম্বর নির্বাচন করে নেক্সট বাটনে ট্যাপ করতে হবে। এরপর কপি অ্যাপটিতে অন্য একটি ফোন নম্বর দিয়ে লগইন করে হোয়াটসঅ্যাপ ব্যবহার করা যাবে।
কালের আলো/এমএএইচইউ