রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৩৯

প্রকাশিতঃ 11:19 am | August 14, 2023

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রাজধানীতে মাদক কারবার ও সেবনের অপরাধে ৩৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১৩ আগস্ট) সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৩ হাজার ৬৫০ পিস ইয়াবা, ৫৪ দশমিক ৫ গ্রাম ২৯ পুরিয়া হেরোইন ও ৭২ কেজি ৩০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

তাদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।

কালের আলো/এমএইচ/এসবি